রাহনুমা খান কোয়েলের কবিতাগুচ্ছ

অভিলাষ

ভেঙে যায়, আঁধারে হারায়
সময়ের দিব্যজ্ঞান 
সর্বহারা ত্রাসে, কি দারুন আশ্বাসে
সংক্রান্তির সূর্যস্নান।।

পথের শেষে, রুদ্ধ অনিমেষে
স্মৃতি করেছে হরন
অভিমানী চাঁদ, করেছে ফ্যাসাদ
অনুযোগ সারাক্ষণ।। 

কে জানে কখন, শেষ আলাপন
বেহাগে চিত্ত বিহবল
অন্তরাতে, সুর না থাকাতে
অযাচিত এ কোন্দল।। 

যতকিঞ্চিত আশা, সুপ্ত ভালোবাসা 
কাঙ্খিত প্রত্যুষে
আবার বাঁধে সুর, হাঁটতে বহুদূর 
ফের বাঁচার অভিলাষে।। 

বিশ্বাসী আমি, জানে অন্তর্যামী 
অক্লেশে নমি সব ঋণ
যত দীর্ঘ হোক, আকন্ঠ এ শোক
জানি ভোর হবে একদিন।। 

বোকা মেয়ে

কি বোকা মেয়েরে তুই? 
কষ্ট পেয়ে পেয়ে পাথর হতে হয়
পাথর হতে হতে পাহাড় হতে হয়
তারপর না হয় চোখের জলে ভাসিস।

তোর জীবনের স্বপ্নগুলো
হত্যে দিয়ে দম ফুরালো
শকুনগুলো দিব্যি বেঁচে রয়
তুই কেন আজ হীমঘরে থাকিস? 
কেন এমন বোকার মতন 
প্রদীপ নিভিয়ে দোর ভেজালি 
দেয়ালজুড়ে তোর কান্না লেগে রয়
অন্যভূমে কি নিজের মতো বাঁচিস?

কি ভীষণ বোকা মেয়েরে তুই
আর কি কখনো ফিরে পাবি
স্বপ্নলোকের সোনার চাবি
তুই সবার মনে গুমরে গুমরে কাঁদিস।

রাহনুমা খান কোয়েল,  ১৯ অক্টোবর ২০২৫

আরও পড়ুন