‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আজ ১ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ৭টায় পদক্ষেপ বাংলাদেশ ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে আয়োজন করে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে জাতীয় সংগঠন ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ড. জেবউননেছা এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন পদক্ষেপ বাংলাদেশের শিল্পবৃন্দ। দলীয় আবৃত্তি করেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, শিল্পবৃত্ত, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আবৃত্তিকারা।
এছাড়া একক আবৃত্তি করেন মীর বরকত, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি এবং স্বরচিত কবিতা পাঠ করেন গোবিন্দলাল সরকার, মো: তাজুল ইসলাম ও খাইরুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মতিয়ারা মুক্তা।
