স্বপ্ন ‘৭১ প্রকাশন থেকে প্রকাশিত হলো প্রশান্ত ভৌমিকের ‘সাক্ষাতে যত কথা’

`সাক্ষাতে যত কথা’ বইটিতে বাংলা সাহিত্যের বিশিষ্ট ২০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের সৃষ্টিকর্ম ও জীবনযাপনের নানা দিক তুলে ধরেছেন লেখক প্রশান্ত ভৌমিক। বইটি প্রকাশিত হয়েছে স্বপ্ন ‘৭১ প্রকাশন থেকে। ৩০৪ পৃষ্ঠার এই বইটি মূল্য ৭৫০ টাকা। আজ বিকেলে স্বপ্ন ‘৭১ প্রকাশন অফিসে লেখক প্রশান্ত ভৌমিককে তুলে দেন প্রকাশক আবু সাঈদ। এই সময়ে উপস্থিত ছিলেন প্রযুক্তিবিষয়ক লেখক নুরুন্নবী হাসিব ও লেখক সাইফুল ইসলাম জুয়েল। ছবি : শফিক শুভ

আরও পড়ুন