কলকাতা বইমেলায় `উদার আকাশ’ প্রকাশনে পাওয়া যাচ্ছে স্বপ্ন ‘৭১ প্রকাশনের বই

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মুর্শিদাবাদ জেলার সুতির মানিকপুর ন্যাথুলাল দাস পিটিটিআই ও বিএড কলেজ মাঠে সূচনা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। ওই মঞ্চে ফারুক আহমেদ সম্পাদিত রিসার্চ জার্নাল ‘উদার আকাশ’ পত্রিকার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে ২৫ বছর ১ম সংখ্যা উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্যকার, লেখক ও উচ্চ শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্য বসু। ‘উদার আকাশ’ বইমেলা সংখ্যাটিতে বহু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে। সৃজনশীল কাজের জন্য ইতিমধ্যে ‘উদার আকাশ’ পাঠক দরবারে সমাদৃত হয়েছে। ইতিমধ্যেই উদার আকাশ’ প্রকাশন সংস্থা থেকে ১৮১ টি গ্রন্থ প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ১৭টি বই প্রকাশ হয়েছে। চলতি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘উদার আকাশ’ প্রকাশনের স্টলটি বহু বইপ্রেমীর কাছে বিপুলভাবে সমাদৃত হচ্ছে। ‘উদার আকাশ’ স্টলটির নম্বর ৬৬৪। বইমেলার ৯নং গেটের কাছেই। স্টলে ‘উদার আকাশ’ প্রকাশনের নিজস্ব ১৯৯টি বই ছাড়াও বাংলাদেশের একটি প্রকাশকের কিছু বই পাঠককে আকৃষ্ট করছে। ‘উদার আকাশ’ প্রকাশনের একগুচ্ছ কবিতার বই, কর্ণধার ফারুক আহমেদের সম্পাদিত প্রবন্ধের বই যেমন, বিস্তীর্ণ আকাশ জুড়ে কাজী নজরুল ইসলাম, বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, প্রতিশ্রুতি ও উন্নয়ন, পশ্চিমে সূর্যোদয় রাজনৈতিক ক্ষমতায়নের উলটপুরাণ পাঠকরা আগ্রহের সঙ্গে কিনছেন। একইসঙ্গে সাংবাদিক তথা কথা সাহিত্যিক মোশারফ হোসেনের জনপ্রিয় উপন্যাস দুই বাংলার পটভূমিতে লেখা ‘জন্মভূমিশ্চ’ ও ‘কাঁচপোকার টিপ’ এবং সদ্যপ্রকাশিত দুটি উপন্যাস ‘এক নদী ভালোবাসা’ ও ‘সন্ধিক্ষণ’ ডিটেকটিভ উপন্যাস ‘রহস্য কারগির পাহাড়ে’, কবিতার বই ‘বাঁশির ডাক’ প্রভৃতি ভালোই বিক্রি হচ্ছে। ওই লেখকের রাজনৈতিক-সামাজিক উপন্যাস ‘পরিবর্তন প্রথম খণ্ড’ এবং নিবন্ধের বই ‘মানুষ-মাটি-মা’ও আগের মতো এখনও পাঠক-প্রিয়।

বিশিষ্ট গবেষক ও অধ্যাপক আবুল হাসনাত-এর ‘কালের প্রহরী’ এবং ‘ত্রয়ী’ প্রবন্ধগ্রন্থ বেশ সাড়া ফেলেছে বইমেলায়। মইনুল হাসান-এর লেখা কয়েকটি প্রবন্ধের বই বিশেষ করে ‘বাঙালি ও মুসলমান’ এমুহূর্তে বেস্টসেলার বইমেলায়। উপন্যাস ও কবিতার বইও কাটছে ভালো। তুষার ভট্টাচার্য, তৈমুর খান, পলাশ কুমার হালদার, ওয়াবেদ আকাশ, সোনা বন্দ্যোপাধ্যায়, পিনাকী চট্টোপাধ্যায়, মো: আবেদ আলি, শিবুকান্ত বর্মনদের লেখা বইও বেশ বিক্রি হচ্ছে।

‘উদার আকাশ’ স্টলের আকর্ষণ এবার আরও বাড়িয়েছে বাংলাদেশের নামী প্রকাশনা সংস্থা স্বপ্ন ‘৭১ প্রকাশনের প্রকাশিত ৫৮টি বইয়ে বিপুল সম্ভার। এগুলের মধ্যে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্পগ্রন্থ ‘মানুষের ডেরায় স্বপ্নের খুঁটি’, মোহিত কামালের গবেষণাগ্রন্থ ‘বিদ্রোহী কবিতার মনস্তত্ত্ব’ ষষ্ঠবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কাব্যগ্রন্থ ‘দ্বিতীয় জীবন’, শিশুসাহিত্যিক দন্ত্যস রওশনের ‘নোটুর একটি রাইফেল, লেজকাটা টিকটিকি, গবেষক ও লেখক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারের কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ, সাহাদাত পারভেজের ‘মধুরিমায় আলাপ’, আবু সাঈদ সম্পাদিত চার খণ্ডের ‘শত কথার শত গল্প’, মুক্তিযুদ্ধে রেডিও, সাংবাদিক তরুণ চক্রবর্তীর ‘আনন্দ ভৈরবী’, রাজনীতি ও লেখক জুনায়েদ আহমেদ পলকের ‘ডিজিটাল বাংলাদেশ : এক সফল উন্নয়ন দর্শন, সঞ্চিত দত্তের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নদীয়া’ কথাসাহিত্যিক মুসা আলির উপন্যাস ‘বাঁক ফিরে চলে জীবন, রাহিতুল ইসলামের ‘সুমনের দিনরাত্রি’ সাজিদ রহমানের গল্পগ্রন্থ ‘বাউর’, কবি সুজন সুপান্থের ‘মেঘের ভেতর মীন’ প্রভৃতি অনেকেরই নজর কেড়েছে। নজর কেড়েছে বিধ্বংসী প্রহর, অনেক রঙের জল, তিন তাসের মানুষ প্রভৃতি বইও। স্টলে অন্যান্য অনেক লেখকের বইও পাওয়া যাচ্ছে।

ফারুক আহমেদ বলেন, উদার আকাশের প্রতি পাঠকের এই ভালোবাসা আমায় আপ্লুত করেছে। সংস্থাকে আগামী দিনে আরও সমৃদ্ধ করার চেষ্টার ত্রুটি করব না। তিনি আরও জানান, আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে বইমেলার ‘প্রেস কর্নারে’ এক অনুষ্ঠানে ‘উদার আকাশ’ প্রকাশন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে নতুন ১৭টি বই।

আরও পড়ুন