রাজশাহীতে বাংলাদেশ বুক অলিম্পিয়াড আগামী ১ নভেম্বর

‘বই পড়ি, স্বপ্ন আঁকি’—স্লোগানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় বাংলাদেশ বুক অলিম্পিয়াড। আগামী ১ নভেম্বর শনিবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চবিদ্যালয়ে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে রাজশাহী আঞ্চলিক বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘ আমরা ১৯ জুলাই দেশে প্রথমবারের মতো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বই পড়ার উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশ বুক অলিম্পিয়াডের আয়োজন করি। ঢাকায় দুইটি বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এবারেই আমরা আঞ্চলিক পর্যায়ে বুক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছি। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ঢাকা আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বুক অলিম্পিয়াড আয়োজন করা হবে। আগামী ১ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চবিদ্যালয়ে রাজশাহী আঞ্চলিক বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ বুক অলিম্পিয়াড আয়োজনে সহযোগিতাকরেছে স্বপ্ন’ ৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি প্রকাশন ও শব্দঘর।

আরও পড়ুন