আজ থেকে শুরু হলো রাজশাহী বিভাগীয় বইমেলা, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত

আজ থেকে শুরু হলো আট দিন ব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

এই বইমেলাতে সরকারি ৮টি প্রতিষ্ঠান এবং বেসরকারি ৭৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল আছে। এ মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা চলবে।

আরও পড়ুন