কুমিল্লায় আজ শুরু হচ্ছে বইমেলা

বইমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা। এবারের মেলায় মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলার বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক টাউন হল মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় স্বপ্ন ৭১ প্রকাশনসহ রাজধানীর ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান, কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন জানায়, আজ বেলা সাড়ে তিনটায় বইমেলার উদ্বোধন করা হবে। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন