কুমিল্লাতে বাংলাদেশ বুক অলিম্পিয়াড আগামী ৩০ নভেম্বর

‘বই পড়ি, স্বপ্ন আঁকি’—স্লোগানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় বাংলাদেশ বুক অলিম্পিয়াড। আগামী ৩০ নভেম্বর রোববার কুমিল্লায় কুমিল্লা আইডিয়াল কলেজে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে কুমিল্লা বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

কুমিল্লা আইডিয়াল কলেজে দুপুর ১২টায় শুভ উদ্বোধন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক ড. জি. এম. মনিরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত থাকবেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রধান সমন্বয়ক আয়শা জাহান নূপুর, যোগাযোগবিষয়ক সমন্বয়ক আবুল বাশার মিরাজসহ কুমিল্লার বিশিষ্টজনরা।

বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘ আমরা ১৯ জুলাই দেশে প্রথমবারের মতো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বই পড়ার উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশ বুক অলিম্পিয়াডের আয়োজন করি। ঢাকায় দুইটি বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এবারেই আমরা আঞ্চলিক পর্যায়ে বুক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছি। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ঢাকা আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বুক অলিম্পিয়াড আয়োজন করা হবে। আগামী ৩০ নভেম্বর কুমিল্লা আইডিয়াল কলেজে বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।’

বুক অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা পাবেন অংশগ্রহণ সনদ ও বিজয়ী ১০জন পাবেন বিজয়ী সনদসহ বই পুরস্কার।

বাংলাদেশ বুক অলিম্পিয়াড আয়োজনে সহযোগিতাকরেছে স্বপ্ন’ ৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি প্রকাশন ও শব্দঘর।

আরও পড়ুন