এপিজে বাংলা সাহিত্য উৎসব ও ছায়ানট (কলকাতা)র নজরুল পুরস্কার পেলেন শেখ মকবুল ইসলাম

নজরুল পুরস্কার তুলে দেয়া হয় শিক্ষাবিদ ও গবেষক ড. শেখ মকবুল ইসলামকে

গতকাল ২৪ মে (শনিবার) কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোরে ‘সাম্যবাদী নজরুল’ অনুষ্ঠানে এপিজে বাংলা সাহিত্য উৎসব এবং ছায়ানট (কলকাতা)-এর যৌথ উদ্যোগে প্রদান করা হলো নজরুল পুরস্কার ২০২৫। প্রথমবারের মতো এমন আয়োজনে নজরুল পুরস্কার তুলে দেয়া হয় শিক্ষাবিদ ও গবেষক ড. শেখ মকবুল ইসলামকে।

এ প্রসঙ্গে ছায়ানট (কলকাতা)-এর সভাপতি ও নজরুল গবেষক সোমঋতা মল্লিক জানান, ‘২০০৮ সালের মে মাসের মাঝামাঝি থেকে ছায়ানট (কলকাতা) পথচলা শুরু করে। কাজী নজরুল ইসলামের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে কাজ করার উদ্দেশ্যে কলকাতার বুকে কয়েকজন নজরুলপ্রেমী একত্রিত হয়ে শুরু করেছিল ছায়ানট (কলকাতা)।শুধুমাত্র কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী কিংবা প্রয়াণ দিবস পালন করা নয়, সারা বছর ধরেই তাঁর সৃষ্টি নিয়ে চর্চা করাই ছায়ানটের উদ্দেশ্য। এই বছরই প্রথম নজরুল পুরস্কার প্রদান করা হল। এপিজে বাংলা সাহিত্য উৎসবের সঙ্গে যৌথভাবে যোগ্য ব্যক্তির হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। মানবতার কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ চেতনার ধারক ড. মকবুল ইসলামের নজরুল চর্চায় যে অবদান, নজরুলপ্রেমীরা কৃতজ্ঞ চিত্তে তা স্মরণ করেন। আশা করি, ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র-এর শিল্পীবৃন্দ

 নজরুল-বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন বর্তমান সময়ের দুই বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল এবং ঋজুরেখ চক্রবর্তী। বর্তমান সময়ে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা নয়, বরং কতটা অপরিহার্য-সেই বিষয়ে আলোকপাত করেন বিদগ্ধজনরা। এ ছাড়াও ছিল নজরুল কবিতা আবৃত্তি। দলীয়ভাবে অংশগ্রহণ করেন-পীতম ভট্টাচার্যের পরিচালনায় কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র-এর শিল্পীবৃন্দ। এককভাবে কবিতা আবৃত্তি করেন-দেবযানী বিশ্বাস, সুরজিৎ সেন, সুকন্যা রায়, রুনা মুখার্জী, স্বাতী ভট্টাচার্য্য, অরূপ রায় চৌধুরী, চয়নিকা বিশ্বাস চট্টোপাধ্যায়, শ্রবণা ভট্টাচার্য, তুয়ান বিশ্বাস, পাপিয়া দাস, চিত্রা সোম বাসু, সীমা দাশগুপ্তা, মিঠু মিত্র, রীনা মজুমদার বসু, সুমিতা ভট্টাচার্য, প্রাযুক্তা চক্রবর্তী, রুমা চক্রবর্তী এবং অপর্ণা চক্রবর্ত্তী।

প্রসঙ্গত বলা যায়, নজরুল স্মৃতিবিজড়িত জায়গাগুলির বর্তমান অবস্থা সম্পর্কে নজরুলপ্রেমীদের অবগত করাও ছায়ানটের কার্যক্রমের অংশ।

কবি সৈয়দ হাসমত জালাল

আলিপুর জেল মিউজিয়ামে ছায়ানট (কলকাতা)- এর উদ্যোগে নজরুল কক্ষ নির্মাণ, কলকাতার কফি হাউসে নজরুল স্মরণ, নৈহাটী স্টেশনে নজরুল স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, নজরুল স্মৃতিবিজড়িত গ্রেস কটেজে বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, দার্জিলিঙে নজরুল স্মৃতিকে ফিরে দেখা, রাঁচিতে সেন্ট্রাল ইনস্টিটিউট অব সাইক্রিয়াটিতে (CIP) নজরুল স্মরণে অনুষ্ঠান-এরই ধারাবাহিকতায় সম্প্রতি নবদ্বীপে নজরুল স্মৃতিকে সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই ছায়ানট রাধামদনমোহন জীউর মন্দিরে নজরুল স্মৃতিফলক স্থাপন করে। এছাড়া রানাঘাটে ‘নজরুল স্মৃতি’ সম্পর্কে রানাঘাটবাসীকে অবগত ক’রে সম্প্রতি নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। 

আরও পড়ুন