শুরু হচ্ছে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ বুক অলিম্পিয়াড

আগামীকাল শনিবার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ এই স্লোগানে শুরু হচ্ছে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারে মতো মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াড আয়োজন। এতে আলোক শিক্ষালয়ে ২৫০ জন শিক্ষার্থী অংশ নিবে।
বাংলাদেশ বুক অলিম্পিয়াড উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল। এছাড়া অতিথি হিসেবে থাকবেন শিশুসাহিত্যিক আখতার হোসেন ও দন্ত্যস রওশন, বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সভাপতি রোকেয়া ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ প্রমুখ।
সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ বুক অলিম্পিয়াডি। বইবিষয়ক নানা ধরনের প্রশ্ন নিয়ে এক ঘণ্টার পরীক্ষা অনুষ্টিত হবে। তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা হবে। প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি। পরীক্ষার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও বইপড়ার গুরুত্ব নিয়ে আলোচনা পর্ব শেষ শিক্ষার্থীদের পুরস্কার বিরতরণ করা হবে।
বাংলাদেশ বুক অলিম্পিয়াডে সহযোগিতায় আছে স্বপ্ন ‘ ৭১ প্রকাশন, বইচারিতা ও কাঠবিড়ালি প্রকাশন।