লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসবে কবিতা পাঠ করলেন কবি ফারুক আহমেদ

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাগৃহে সোমবার যুব দিবসের দিন ১২ জানুয়ারি ২০২৬ কবিতা পাঠ করলেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদ।
রবীন্দ্রসদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে ৯ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পাঁচ দিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা-র আয়োজন করা হয়েছিল।
৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টায় রবীন্দ্রসদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন করেছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সম্মাননীয় সভাপতি ও উচ্চশিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। রবীন্দ্রসদন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলার প্রখ্যাত কথা-সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, কবি শ্রী সুবোধ সরকার, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট প্রকাশক সুধাংশুশেখর দে, বিশিষ্ট কবি প্রসূন ভৌমিক, বিশিষ্ট সাহিত্যিক শোভন তরফদার, বিশিষ্ট সাহিত্যিক সংযুক্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
১২ জুনিয়র সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় বাংলা আকাদেমি সভাগৃহে বিভাজন ও বিদ্বেষ পোষণের বিরুদ্ধে কবিতা পাঠ করলেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ। তাঁর কবিতা পাঠের মধ্যে উঠে আসে ‘ যুদ্ধে ঢাকা পড়েছে আকাশ, সূর্য দেখা যায় না/আকাশের বুক চিরে নতুন সূর্য উঠুক/ রক্তের দাগ মুছে যাক অসহিষ্ণু বিশ্ব মায়ের বুক থেকে’। এদিন কবি ফারুক আহমেদ তিনটি কবিতা পাঠ করেন। আগত কবি ও অতিথিদের মধ্যে গভীর দাগ কেটেছেন কবি ফারুক আহমেদ। এদিন কথা সমন্বয়ে ছিলেন কবি সৈয়দ হাসমত জালাল।
