কারিনার নতুন বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’

ছবি : কারিনা কাপুরের ইনস্টাগ্রাম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। নতুন কিছু আসার খরব নিয়ে তিনি ইনস্টা স্টোরিতে বেশি কিছু দিন ধরে বলে আসছেন। গতকাল শুক্রবার, এই নতুন কিছু আসার খবর জানিয়ে দিয়েছেন। নতুন কিছুর খবরটি হলো —তিনি বই লিখেছেন। লেখক হিসেবে ভক্তদের কাছে হাজির হবেন।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, বইটি তাঁর তৃতীয় সন্তানের মতো, যেখানে তিনি তাঁর দুই সন্তানের জন্ম দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, বইটি তাঁর তৃতীয় সন্তানের মতো, যেখানে তিনি তাঁর দুই সন্তানের জন্ম দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

২০১৬ সালের প্রথম সন্তান তৈমুর, গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান জন্মদান করেন। তিনি বলেন, মাতৃত্ব একটা অনুভূতি। আমি নিজের অন্তঃসত্ত্বার অবস্থার অভিজ্ঞতা এই বইয়ে তুলে ধরেছেন।’ বইয়ের নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইটিতে তিনি প্রেগন্যান্সির খুঁটিনাটি নিয়ে লিখেছেন।
বইচারিতায় আরও পড়ুন :
ক্যামেরার কারণে আমার কাজের মান ভালো হয়ে গেল : গোলাম মুস্তফা, পর্ব-১
সেই ছোট-খাটো মানুষটি
কম বয়সে উপন্যাস লিখে গিনেস বুকে নাম লিখালেন সৌদি বালিকা রিতাজ আলহাজমি
আর্জেন্টিনা, ভালোবাসার নীল সাদা নাম
ভালোবাসা ও মায়ার রোকেয়া হল
শুধু মেসির জন্য..
5 thoughts on “কারিনার নতুন বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’”