ফার্মিয়ন ১ (অ্যান্টিডোট)


নামঃ ফার্মিয়ন ১ (অ্যান্টিডোট)
ধরণঃ ত্রিমাত্রিক ছোট গল্প (স্মৃতি, বিজ্ঞান ও মনস্তত্ত্ব)
লেখকঃ ড. এম. আল-মামুন
প্রচ্ছদঃ মোহাম্মদ হাবিবপৃষ্ঠাঃ ১২০
প্রকাশনাঃ প্রীতম প্রকাশ
মূল্যঃ ২০০ টাকা মাত
ফার্মিয়ন ১ (অ্যান্টিডোট) পড়া শেষ করলাম। পড়া শেষে আমার অনুভূতির প্ৰকাশ ভাষায় করতে পারবো না। আর করলেও হয়তো যথোপযুক্ত হবে না, কারণ আমার সাহিত্যের এই ঘাটতি অপূরণীয়। প্রচুর তথ্য সম্মৃদ্ধ এবং বিজ্ঞানমূলক গবেষণার উপস্থিতি এই লেখায় স্পষ্ট। নবম হতে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তাদের টেক্সট বইয়ের পাশাপাশি সহায়ক পুস্তক হিসেবে এই বইখানা দারুন কার্যকর হবে বোধ করি।
আমার কলেজের এক বন্ধু রসায়নের পর্যায় সারণি বোঝাতে ‘হ্যালোজেন গ্যাং’ নামে বই লিখেছিলো এবং সেই বইখানা একুশে বই মেলায় প্রকাশিত হয়েছিল। ফার্মিয়ন ১ (অ্যান্টিডোট) বইয়ে হ্যালোজেন গ্রুপ সম্পর্কে জানলাম। সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে সেটা হলো, কোনো এক নির্দিষ্ট বিষয়ে বইটিতে আলোচনা হয়নি। বরং পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, আঞ্চলিক ভাষাজ্ঞান, সমকালীন রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান বিষয়ও উঠে এসেছে এই লেখায়।
লেখক শ্রদ্ধা জানাতে ভোলেননি তার জীবিত ও প্রয়াত শিক্ষকদের। ডানপিটে ছেলেবেলার বন্ধুদের সাথে কাটানো সময়গুলো ফুটিয়ে তুলেছেন অনেক প্রাণবন্ত করে। গল্পের ছলেও যে পড়াশোনা হয় সেটা আধুনিক শিক্ষা ব্যবস্থার জ্বলন্ত দৃষ্টান্ত যা এই বইয়ের প্রতিটি পাতায় প্রতীয়মান। সাহিত্যে রস নিয়ে লিখেছিলেন প্রমথ চৌধুরী। এখন মনে হচ্ছে ফার্মিয়ন ১ (অ্যান্টিডোট) পড়লেও বিজ্ঞানের রস আহরণ সম্ভব।
লেখক শ্রদ্ধা জানাতে ভোলেননি তার জীবিত ও প্রয়াত শিক্ষকদের। ডানপিটে ছেলেবেলার বন্ধুদের সাথে কাটানো সময়গুলো ফুটিয়ে তুলেছেন অনেক প্রাণবন্ত করে। গল্পের ছলেও যে পড়াশোনা হয় সেটা আধুনিক শিক্ষা ব্যবস্থার জ্বলন্ত দৃষ্টান্ত যা এই বইয়ের প্রতিটি পাতায় প্রতীয়মান। সাহিত্যে রস নিয়ে লিখেছিলেন প্রমথ চৌধুরী। এখন মনে হচ্ছে ফার্মিয়ন ১ (অ্যান্টিডোট) পড়লেও বিজ্ঞানের রস আহরণ সম্ভব।
মানুষ সাফল্যের যত উচ্চ শিখরেই পৌছান না কেন, ভালো মানুষ হিসেবে নিজেকে মাউন্ট এভারেস্ট উচ্চতায় না নিতে পারলে এ জীবন ষোলো আনাই বৃথা। যে সমাজে মানুষরুপী মানুষ আর মানুষরূপী রাক্ষস একসাথে মিশে থাকে সে সমাজের আর যাই হোক মৌলিক অবক্ষয় অনিবার্য। সেখানে বিজ্ঞান চর্চা পাঠ্য পুস্তকেই সীমাবদ্ধ। অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস অনেকে রাখলেও আত্মীয়স্বজন আর বন্ধু বান্ধবের বেলায় তা সুপ্ত আগ্নেয়গিরির রুপ নেয়।
ফার্মিয়ন ১ এ সাহসী আর সৎ বন্ধুদের সাথে পরিচিত হলাম। হয়তো এরা আমাদের তরুণ সমাজকে উৎসাহিত করবে বলে আশা রাখি। অতিযোগ, পূপি, হাকাউ, আশ্রয়, পেলু, পাটু, চাটু, ঈনা, তর্ক, গামলা, হামলা, চাংকু ইত্যাদি নামগুলো খুবই অদ্ভুত লেগেছে। কারণটা এখনো খুঁজছি। হতে পারে চরিত্রগুলো মনে রাখার জন্য, হতে পারে চরিত্রগুলো বাস্তব। জানার অপেক্ষায় থাকলাম। যারা এখনো বইটি পড়েননি, তারা সংগ্রহ করে পড়তে পারেন।
বইটি প্রকাশিত হয়েছে প্রীতম প্রকাশ থেকে। যোগাযোগ করে করতে পারেন : 01723209448
জিয়াউল হক, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া।