দ্য কনসার্ট ফর বাংলাদেশ : দুই বন্ধু এক দেশ

‘যত দূর সম্ভব, প্রত্যেকের কাছে দায়িত্ব পৌঁছে দেওয়ার যে চেষ্টা, যে আকুতি, এই কনসার্ট ছিল তারই একটা স্ফুলিঙ্গ। আমার মনে হয়, সেই মহৎ লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি।’—কথাটি বলেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আমি কথা বলছি ১৯৭১ সালে ১ আগস্টে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যে কনসার্ট হয়েছিল, পৃথিবীর ইতিহাসে প্রথম মানবিক কনসার্ট সেটি নিয়ে। আমি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু তার বিবরণ পেয়েছি বিভিন্ন পত্র-পত্রিকা, বইয়ে। আর সে সময় বাংলাদেশের শরণার্থীদের সামান্য কিছু সহযোগিতা দিতে পারার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে একটি কনসার্ট হয়েছিল।
স্বপ্ন ’৭১ প্রকাশন থেকে প্রকাশিত আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারের লেখা ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বই পড়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে গভীর জ্ঞান লাভ করতে পেরেছি।
যে কনসার্ট থেকে ২৫ হাজার ডলার সংগ্রহ হবে বলে ধারণা করা হলেও শেষে দেখা গেছে দশ লাখ মার্কিন ডলার তহবিল গঠন হয়েছে। আমি এই প্রজন্মের হওয়ায় সে সময়ের মুক্তিযুদ্ধ ও সেই পৃথিবীর প্রথম মানবিক কনসার্ট সম্পর্কে তেমন কিছু জানতাম না। তবে কিছু দিন আগে স্বপ্ন ’৭১ প্রকাশন থেকে প্রকাশিত আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারের লেখা ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বই পড়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে গভীর জ্ঞান লাভ করতে পেরেছি।
এই বইয়ে একদিকে যেমন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার শোষণের কথা উঠে এসেছে, তেমনি তৎকালীন সময়ে অনুষ্ঠিত হওয়া কনসার্ট ফর বাংলাদেশের কথা ও ফুটিয়ে তোলা হয়েছে। কনসার্ট ফর বাংলাদেশের আয়োজনে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন এবং তাদের সঙ্গে ছিলেন তৎকালীন সময়ের বিশ্বখ্যাত সব সংগীত তারকারা। যাঁদের অবদান ভুলে যাওয়ার নয়। সেই সুদূর আমেরিকা থেকে কীভাবে জর্জ হ্যারিসন বাংলাদেশের জন্য কাজ করেছে, কীভাবে তিনিসহ বিশ্বখ্যাত সব সংগীত শিল্পীরা যুক্ত হয়েছিলেন সে বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ : দুই বন্ধু এক দেশ’ বইয়ে। আমার বিশ্বাস বইটি পাঠের মাধ্যমে বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস জানার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করতে পারবে।
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের খবর যেমন পণ্ডিত রবিশঙ্কর তুলে ধরেছিলেন বিশ্বের সামনে, ঠিক তেমনি সেই সময়ের সঠিক ইতিহাস আজ বিশ্বের সামনে তুলে ধরবে স্বপ্ন ৭১ প্রকাশন তাদের সৃজনশীল বই প্রকাশের মাধ্যমে। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বইটি একদিন পাঠ্যবইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হবে আশা রাখি।
দ্য কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ
আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকার
প্রকাশনী : স্বপ্ন ’৭১ প্রকাশন
মূল্য : ২৮০ টাকা
পৃষ্টা : ১১২
পাওয়া যাবে : ৭৬, কনকর্ড ইমপোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা–১২০৫
এছাড়া পাওয়া যাবে প্রথমা ডটকমে, বাতিঘর, রকমারি ডটকমে
ভালো লাগলো দেখে। আমিও কিছু লিখতে পারি।