প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত আলীর ‘মুক্তিযুদ্ধের গল্প’

প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: ২০২১
দাম: ৪৫০ টাকা।
শওকত আলী রাজনীতি বলতে সিংহাসনে আরোহণ না বুঝিয়ে যেমন অন্যায়ের প্রতিবাদ বোঝেন, তেমনি মুক্তিযুদ্ধ বলতে শুধু ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারবাহিনীর বিরুদ্ধে লড়াইটাই বোঝেন না। মুক্তিযুদ্ধ বলতে তিনি বোঝেন সব ধরনের অন্যায়-অনাচার, শোষণ-পীড়ন, নির্যাতন ও অপশাসনের বিরুদ্ধে যুদ্ধ, মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তির জন্য যুদ্ধ।
ভৌগোলিকভাবে একটি ভূখণ্ড পেলে মানুষের সার্বিক মুক্তি ঘটে না। মূলত মানুষের সব বিরূপের বিরুদ্ধে যুদ্ধই হলো। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের এই বিস্মৃত ধারণাটি বিবেচনায় রেখে আমরা শওকত আলীর অজস্র গল্প থেকে বাছাই করে মুক্তিযুদ্ধ-গল্পসংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। এই বইয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বর্ণনাধর্মী গল্প যেমন আছে, তেমনি আছে যুদ্ধপরবর্তী জনজীবনের আলেখ্য। আবার ষাটের দশক কিংবা তারও আগে ব্রিটিশ ঔপনিবেশিক কালের জমিদার-জোতাদারের শোষণ-পীড়নের চিত্রধর্মী গল্পও এই সংকলনে স্থান দেওয়া হয়েছে।