বইচারিতার আয়োজন ‘স্মৃতিতে আমার প্রিয় শিক্ষাগুরু’

৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষে বইচারিতা ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি আয়োজন করেছে ‘স্মৃতিতে আমার প্রিয় শিক্ষাগুরু’ শীর্ষক স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো ‘যে আলো জ্বালিয়েছ আমার বুকে, তোমাকে জানাই সশ্রদ্ধ সম্মান’।