বইচারিতার বইচক্র-৬ষ্ঠ পর্ব: একাত্তরের চিঠি

বইচারিতার বইচক্র ৬ষ্ঠ পর্ব। আজকের বই: একাত্তরের চিঠি। আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও গবেষক ড.জেবউননেছা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬টি চিঠির নিয়ে একটি সংকলন ‘একাত্তরের চিঠি’। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ। ইতিহাসবিদ অধ্যাপক সালাউদ্দীন আহমদ ছিলেন সম্পাদনা পরিষদের সভাপতি। এছাড়া সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন- মেজর জেনারেল (অব.) আমিন আহম্মেদ চৌধুরী, রশীদ হায়দার, সেলিনা হোসেন এবং নাসির উদ্দীন ইউসুফ। ‘একাত্তরের চিঠি’ গ্রন্থটি প্রকাশিত হয় প্রথমা প্রকালন থেকে। কাইয়ুম চৌধুরী এর প্রচ্ছদ তৈরি করেন। গ্রন্থটি অলংকরণ করেন অশোক কর্মকার। সম্পাদনা পরিষদের পক্ষে এর ভূমিকা লেখেন সাহিত্যিক রশীদ হায়দার।
পরিকল্পনা ও পরিচালনা : আবু সাঈদ।