অনিন্দিতার ঠাকুরদাদার ঝুলি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে মুক্ত আসরের আয়োজন আমিই নজরুল-৩০ পর্ব।
বিষয় : অনিন্দিতার ঠাকুরদাদার ঝুলি।
আজকে অতিথি হিসেবে আছেন অতিথি হিসেবে আছেন কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠতম নাতনি অনিন্দিতা কাজী।
সঞ্চালনায় : সাদিয়া রশ্নি সূচনা। আয়োজনটি গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করছেন মুক্ত আসর প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ। সহযোগিতায়: স্বপ্ন ’৭১ প্রকাশন।