গারট্রুড স্টেইনের কবিতা ‘তনয়া’

গারট্রুড স্টেইন ১৮৭৮ সালের ৩ ফেব্রুয়ারী পিট্সবার্গের আলেঘেনি ওয়েস্টে জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলার বেশিরভাগ সময় কাটান ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়াতে। তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, তবে তিনি সেটা সম্পূর্ণ করেননি। ইনি অন্যতম বিখ্যাত মার্কিন কবি, নাট্যকার, ঔপন্যাসিক এবং উনি একজন শিল্প সংগ্রাহক ছিলেন। স্টেইন তাঁর প্রথম উপন্যাস নিয়ে কাজ শুরু করেন এবং তাঁর লেখায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তবে বাণিজ্যিকভাবে প্রকাশকরা প্রথমদিকে তাঁর কাজ প্রত্যাখ্যান করেছিলেন এবং স্টেইনকে তাঁর প্রথম বইগুলির মুদ্রণের জন্য ভর্তুকি দিতে বাধ্য করা হয়। স্টেইন এবং তার ভাই শিল্প সংগ্রহকারী ছিলেন। ১৯০৩ স্টেইন এবং তাঁর ভাই লিও প্যারিস-এ চলে আসেন। তাঁদের সংগ্রহর মধ্যে ছিল কিউবিজিম পেইন্টিং যেমন বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসো, জর্জেস ব্রাক এবং হেনরি ম্যাটিস। পিকাসো একবার এনার প্রতিকৃতি এঁকে দেন। তাঁর সঙ্গী বলতে বোঝায় এলিস ব্যাবেট টোকলাস-কে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘দা অটোবিওগ্রাফি অফ এলিস ব্যাবেট টোকলাস’ (The Autobiography of Alice B. Toklas), থ্রি লাইভস (Three Lives), পোর্ট্রেট অফ মাবেল ডজ এট ভিলা কিউরনিয়া (Portrait of Mabel Dodge at Villa Curonia)…
আজ তাঁর মৃত্যুবার্ষিকী। এই দিনে ১৯৪৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁর লেখা একটি কবিতা অনুবাদ করে নিবেদন করছি।
তনয়া
কেনো যে পৃথিবীটা নিশ্চিত হয়ে বসে আছে তা জানি না বাপু।
তুমি শুনে সত্যি অবাক হবে যখন তোমার গভীর ঘুম ভাঙবে।
মিলবে মার্কিন শিল্পীদের সৃজনশীল কাজ যা মিসেস চার্লস বিয়ানকো দেবেন সস্তা মূল্যে
শিল্পপতি ও কোটিপতিদের…
সীমাবদ্ধ আজ কর্তৃপক্ষ, নেই কোনো যে তাদের ভাবনা।
একটা ছোট্ট গল্প বলি, কান পেতে তা শোনো।
একটি পুরুষ শিল্পীর বিষয়বস্তু ও চিন্তাধারা হল শুধুই মহিলা।
একটি সুরকার গান গাওয়ান, নিজে গায়না।
দক্ষিণ আফ্রিকানরা বই পড়তে ভালোবাসে।
আমেরিকা দেশটা ছিল মহিলাদের মতো যার সাহায্য প্রয়োজন ছিল।
সত্যি মার্কিনদের কি কিছুই নেই? এতটাই দুর্বল?
এটাই ছিল বাকি গল্পটা।
অনুবাদক : শুভজিৎ রায়
Daughter
Why is the world at peace.
This may astonish you a little but when you realise how
easily Mrs. Charles Bianco sells the work of American
painters to American millionaires you will recognize that
authorities are constrained to be relieved. Let me tell you a
story. A painter loved a woman. A musician did not sing.
A South African loved books. An American was a woman
and needed help. Are Americans the same as incubators.
But this is the rest of the story. He became an authority.