ইমোজি রিঅ্যাকশন

প্রোফাইল নেইম : Dhrubotara।
ডাকনাম ধ্রুব। ধ্রুবর কাজ-সকালে একটা পোস্ট দিয়ে একটু পর পর ফেসবুকে লাইক, কমেন্ট দেখা; আর গোনা। পোস্টে রিঅ্যাকশন বেশি দেখলে খুশিতে দশখানা; আর কমলে মেজাজ টং। কখনও খাওয়াদাওয়া বন্ধ হবার মতো দিনও গেছে। ইমোজি রিঅ্যাকশন আবহাওয়ার মতোই ধ্রুবকে বদলায়।
ধ্রুব রেগুলার রুটিন করে ফেবুতে স্ট্যাটাস দেয়। তার প্রতিটি স্ট্যাটাসে শূন্যতা নামের একজন ইমোজি-রিঅ্যাক্ট করে। শূন্যতার জেন্ডার কী? ছেলে না মেয়ে? প্রোফাইলে গিয়েও তা অনুদ্ধারিত।
পোস্টের পর পোস্ট। শূন্যতার ইমোজি নেই। নেই তো নেই-ই। এই না-থাকাটা ধ্রুবকে অস্বস্তিতে ফেলে। তাকে অনুসন্ধিৎসু করে।
ভার্চু্য়াল দুনিয়ার অসীমে শূন্যতা-কে সন্ধান করতে থাকে Dhrubotara।
শূন্যতার ইমোজি রিঅ্যাকশন দেখবে কবে তার অপেক্ষায়…
মো. মুহাইমীন আরিফ : কবি ও লেখক, সিলেট, বাংলাদেশ।