শুধু মেসির জন্য..

একজন ব্রাজিল সমর্থক হিসেবে কখনো চাই না আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে কোনো ট্রফি জিতুক। ব্রাজিল এলিট ক্লাস ফুটবল টিম। সামগ্রিক অর্জনে পৃথিবীর অন্য সব আন্তর্জাতিক ফুটবল টিমের চেয়ে এগিয়ে। কিন্তু আর্জেন্টিনা দলে আছে লিওনেল মেসি নামের এক ক্ষণজন্মা ফুটবলার।

মেসি-রোনালদো দ্বৈরথ ফুটবলে ভিন্ন মাত্রা যোগ করেছে। জাতীয় দলের জার্সি গায়ে রোনালদো বেশ আলো ছড়িয়েছে। ইউরো জয়ে নেতৃত্ব দিয়েছে। রোনালদো এখন যৌথভাবে আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা।
অন্যদিকে মেসি ক্লাবে সর্ব বিজয়ী বীর হলেও জাতীয় দলের জার্সি গায়ে বড়ই দুর্ভাগা। ২০১৮ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা স্পর্শ করতে পারে নি। মেসির মতো বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার কোন বড় আসরে ট্রফি জিততে পারবে না-তা সত্যিই বেদনাদায়ক।
মেসি ফুটবল বিশ্বকে অনেক কিছুই দিয়েছে। কোটি তরুণ মেসিতে স্বপ্ন দেখে। তারা মেসির হাতে শিরোপা দেখতে উৎগ্রীব। সময় এসেছে ফুটবল ইতিহাসের দায় শোধ করার। উগ্র আর্জেন্টিনা সমর্থকদের বিরোধীতা করতে গিয়ে যতই ট্রল করি না কেন মন বলছে মেসির হাতেই কোপা শিরোপা উঠুক।
আর্জেন্টিনার উগ্র সমর্থকদের বাড়াবাড়িতে অনেক ব্রাজিল সাপোর্টার মেসির কৃতিত্ব স্বীকার করতে চায় না। কিন্তু আমি মনে করি পেলে, ম্যারাজোনা, মেসি, রোনালদোর মতো খেলোয়াড়দের কোনো দলে, কোনো রঙে আবদ্ধ করে রাখাটা বড্ড অন্যায়। তারা সকল ফুটবলপ্রেমী জনতার। তাদের জয় মানেই ফুটবলের জয়। তাই মেসির জন্য শুভ কামনা..
তানভীর আহমদ সিদ্দিকী তুহিন : ব্রাজিল সমর্থক, কক্সবাজার
বইচারিতায় আরও পড়ুন :
ক্যামেরার কারণে আমার কাজের মান ভালো হয়ে গেল : গোলাম মুস্তফা, পর্ব-১
সেই ছোট-খাটো মানুষটি
কম বয়সে উপন্যাস লিখে গিনেস বুকে নাম লিখালেন সৌদি বালিকা রিতাজ আলহাজমি
কারিনার নতুন বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’
আর্জেন্টিনা, ভালোবাসার নীল সাদা নাম
ভালোবাসা ও মায়ার রোকেয়া হল
3 thoughts on “শুধু মেসির জন্য..”