বিহান মিউজিক থেকে প্রকাশিত হলো সুশান্ত চট্টোপাধ্যায় সফীরের ‘সাজ-এ-গজল’

কলকাতা প্রেস ক্লাবে ছায়ানট (কলকাতা)- এর উদ্যোগে বিহান মিউজিক থেকে গত ১৪ মে, বিকেলে প্রকাশিত হলো এলাহাবাদের উর্দু কবি সুশান্ত চট্টোপাধ্যায় সফীরের উর্দু গজলের অ্যালবাম ‘সাজ-এ-গজল’। অ্যালবামটির ভাবনা ও সঙ্গীত-আয়োজনে সোমঋতা মল্লিক। অ্যালবামে আছে ১২টি গজল।
কলমে ও কণ্ঠে সুশান্ত চট্টোপাধ্যায় সফীর, সারেঙ্গীতে ওস্তাদ রোশন আলি খান, সরোদে মনিত পাল। হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীত এবং উর্দু গজলের মেলবন্ধন এই অ্যালবামের বিশেষত্ব। কলকাতায় ভাইব্রেশনস্ স্টুডিওতে এই অ্যালবামটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিস্ট ছিলেন রাজেন বসু।
অ্যালবামটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, সরোদিয়া পন্ডিত দেবজ্যোতি বোস, পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, তবলিয়া পন্ডিত মল্লার ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের বিভাগীয় প্রধান জরিনা জরিন, সারেঙ্গী বাদক ওস্তাদ রোশন আলি খান, কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল এবং শ্রীমতী মল্লিকা ঘোষ প্রমুখ।
অনুষ্ঠান শুরু হয় শ্রুতিবিতানের শিশুশিল্পীদের কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠে। সুশান্ত চট্টোপাধ্যায় পাঠ করেন তাঁর লেখা উর্দু গজল। সুদীপা রায়ের পরিচালনায় কাব্য-সঙ্গীত একাডেমির শিল্পীদের কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। কলকাতাবাসীদের ভালোবাসায় আপ্লুত এলাহাবাদের উর্দু কবি সুশান্ত চট্টোপাধ্যায়।তিনি বার বার ফিরে আসতে চান সংস্কৃতির পীঠস্থান কলকাতায়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তাপস চৌধুরী।