রহস্য উপন্যাস ‘বিধ্বংসী প্রহর’ এর প্রকাশনা উৎসব

গতকাল সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যোনে অমর একুশে গ্রন্থ উন্মোচন মঞ্চে কথাসাহিত্যিক ও কবি সাইদুর রহমানের রহস্য উপন্যাস ‘বিধ্বংসী প্রহরে’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনু্ষ্ঠানের উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন, পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা লুৎফর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিজানুর রহমান, লে.কর্ণেল সিহাব বিন সাইদ, স্বপ্ন ’৭১ প্রকাশনের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ, লেখক শিল্পী ঘোষ, লেখকের সহধর্মী সেলিনা ইয়াছমিন, সংগঠক ও লেখক সাইফুল্লাহ সাদেক, বইচারিতার সহসম্পাদক রাজিয়া সুলতানা ঈশিতা, ডা. সোহানা তাসনিম, রীতা রানী পোদ্দার প্রমুখ।

বইটির প্রকাশনা উৎসবে লেখক সাইদুর রহমান বলেন,‘ছোটবেলা থেকে লেখালেখি করি। এটাই আমার প্রথম বই। রহস্য উপন্যাসটি একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করেছি, যাতে পাঠকের এটি পড়ে আনন্দ পায়। উপন্যাসটি পড়ে যদি পাঠকের ভালো লাগে তাহলে নিজকে স্বার্থক মনে করব’।
দন্ত্যস রওশন বলেন, ধন্যবাদ জানাই প্রকাশক ও লেখকে। ভিন্নধর্মী এমন একটি উপন্যাস আমাদের উপহার দেওয়ার জন্য। বইটির প্রচার বাড়ুক। পাঠকের এটা পড়ে ভালো বিষয়গুলো ছড়িয়ে দিক।’
বই: বিধ্বংসী প্রহর
লেখক : সাইদুর রহমান
প্রকাশনী : স্বপ্ন’৭১ প্রকাশন।
প্রচ্ছ; : মোহাম্মদ হাবিব
পৃষ্ঠা : ১৯২
মূল্য: ৩৯০ টাকা।
পাওয়া যাবে : বইমেলা : স্টল ৬০৮, লিটল ম্যাগাজিন চত্বর ৩৬–খ সারি। এছাড়া রকমারি ডটকম ও প্রথমা ডটকমে