সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

শুরু হচ্ছে কলকাতার একতারা মুক্তমঞ্চে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি মৃদুল দাশগুপ্ত ও কথাসাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির সভাপতি স্বনামধন্য কবি ও লেখক জয় গোস্বামী, বিশিষ্ট কবি ও পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার, সাহিত্যিক প্রচেত গুপ্ত, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সিলেবাস কমিটির চেয়ারম্যান ও কবি অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক সুধাংশু শেখর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি, শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু দে ও ত্রিদিব চট্টোপাধ্যায়সহ প্রমুখ।
উদার আকাশসহ ৩৫০ লিটল ম্যাগাজিনের সম্ভার, ৫০০ কবি-লেখকের সম্মিলন, গল্প ও কবিতা পাঠ, আলোচনা, প্রদর্শনী, গ্রন্থপ্রকাশ নিয়ে জমে উঠেছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা।
সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুরু হয় ২৩ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার এবং গগনেন্দ্র প্রদর্শশালায় ‘অবিনশ্বর দ্বাদশ শিখর’ শীর্ষক প্রদর্শনী।

উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে অতসী ঘোষের কাব্যগ্রন্থ ‘ভিসাজ’
উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে অতসী ঘোষের কাব্যগ্রন্থ ‘ভিসাজ’। বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়েরসহ উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল, রসায়ন বিভাগের অধ্যাপক অশোকপ্রসূন চট্টোপাধ্যায়, উদার আকাশ প্রকাশন সংস্থার কর্ণধার ফারুক আহমেদ, রজ্যসরকারের আইন আধিকারিক অরিজিৎ সাহা। কবি ও ইংরেজি সাহিত্যেরসহ শিক্ষিকা অতসী ঘোষ তাঁর কাব্যগ্রন্থটি সহ উপাচার্যের হাতে তুলে দেন।
উদার আকাশ পত্রিকা ও প্রকাশন সংস্থার কর্ণধার ফারুক আহমেদ বলেন,”মনের চিত্রের বহিঃপ্রকাশ অথবা তার গোপনীয়তা বজায় রাখার এক মাধ্যম আমাদের মুখ। মানুষের জীবনের বিভিন্ন স্তরের বিভিন্ন মুহুর্তের অভিজ্ঞতা এবং মানব মন যে সমস্ত সুক্ষ্ম অনুভূতির মধ্যে দিয়ে যায়, সেই অনুভূতি গুলিকে তুলে ধরার প্রচেষ্টা এই কাব্য সংকলন। অনেক সুপ্ত অনুভূতি মনের অবচেতনে থেকে যায়। কিছু বা প্রকাশ পায়। সেই মানব মনের মুখ এই কাব্য সংকলন।”