বইচারিতার বইচক্রের ৫ম পর্বে শেখ ফজলুল হক মনির তিনটা বই নিয়ে আলোচনা

বইবিষয়ক পত্রিকা বইচারিতার নিয়মিত আয়োজন বইচক্র। আজ বিকেল সাড় ৫টায় অনুষ্ঠিত হবে ৫ম পর্ব। ৫ম পর্বে তিনটি বই নিয়ে আলোচনা করা হবে। বইগুলো হলো শেখ ফজলুল হক মনির গীতারায় ও দূরবীণে দূরদর্শী এবং ফকীর আবদুর রাজ্জাক ও বিমল কর সম্পাদিত শেখ মনির ভাবনা। আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও গবেষক ড. জেবউননেছা। সঞ্চালনায় মুক্ত আসরের মুক্তবন্ধু ও সংগীতশিল্পী শায়েলা রহমান।
গবেষক ড. জেবউননেছা বইচারিতাকে বলেন, বইচারিতার নিয়মিত আয়োজন বইচক্রে আজ তিনটি বই নিয়ে আলোচনা করব।বইগুলো হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির গীতারায় ও দূরবীণে দূরদর্শী এবং ফকীর আবদুর রাজ্জাক ও বিমল কর সম্পাদিত শেখ মনির ভাবনা।
তিনি আরও বলেন, মাত্র ৩৫ বছর বয়সে বিশিষ্ট কলামিস্ট, সাহিত্যিক,সাংবাদিক,গল্পকার শেখ ফজলুল হক মনি বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন, তাঁর ভিত্তিতে তারই তিনটি গ্রন্থ নিয়ে আলোচনা করব। তরুণ প্রজন্মকে আহবান করি, শেখ মনি স্যারের গ্রন্থগুলো অধ্যয়ন করার জন্য। কারণ দেশটাকে ভালোবাসলে দেশকে নিয়ে কিভাবে কেমন করে ভাবতে হয়,তা শেখ মনির লেখনীতে ফুটে ওঠেছে।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বইচারিতা ডটকম, বইচারিতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেসবুক পেজ ও মুক্ত আসরের ইউটিউব চ্যানেলে।