সায়ম বন্দ্যোপাধ্যায়ের ‘পুরাণপুরুষ’ ও প্রজাক্ত দেশমুখ ‘দেবভাবি’ পেল সাহিত্য অ্যাকাডেমি যুবা পুরস্কার

গত ২৫ আগস্ট সাহিত্য অ্যাকাডেমি ‘সাহিত্য অ্যাকাডেমি যুবা পুরস্কার ২০২০’ সালে পুরস্কার ঘোষণা করে। এবারে পুরাণপুরুষ উপন্যাস জন্য ‘সাহিত্য অ্যাকাডেমি যুবা পুরস্কার’ পেলেন সায়ম বন্দ্যোপাধ্যায় ও মারাঠি লেখক প্রজাক্ত দেশমুখ দেবভাবি নাটকটি লেখার জন্য এই পুরস্কার পেয়েছেন।
নির্বাচিত কমিটির ভোটেই এই দুটি বই দুজন লেখক এই পুরস্কার জিতেছে৷ বাংলা এবং মারাঠি দুই ভাষাতেই বিশেষজ্ঞ ছিলেন বাংলা ভাষার প্যানেলটিতে জয়া মিত্র, প্রখ্যাত সাহত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, উষারঞ্জন ভট্টাচার্য। মারাঠি ভাষায় আশা বাগে, দিলীপ প্রভাকর, লক্ষ্মীকান্ত দেশমুখ।

সাহিত্য অ্যাকাডেমির যুব পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন পেয়ে গল্পকার অম্লানকুসুম চক্রবর্তী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘নিজের সঙ্গে একটু কথা বলা, আরও ভালোভাবে বলতে গেলে, হাঁফ ছেড়ে বাঁচার জন্যই গল্প লেখার চেষ্টা করি। এছাড়া গল্পের থেকে আমার প্রত্যাশা কিছু নেই। কোনওদিন ভাবতেও পারিনি সাহিত্য অ্যাকাডেমির যুব পুরস্কারের চূড়ান্ত মনোনয়নে আমার ‘আদম ইভ আর্কিমিডিস’ বইটিও থাকবে। এ আমার কাছে সম্মানের, পরম প্রাপ্তির। পুরস্কার প্রাপক সায়ম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় নেই। ওঁকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম।’
সাহিত্য অ্যাকাডেমির যুব পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা— অম্লানকুসুম চক্রবর্তীর ছোটগল্পগ্রন্থ ‘আদম ইভ আর্কিমিডিস’; অভিনন্দন মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘এ জীবন ক্রিকেট-লিখিত’; বেবি শাহর কাব্যগ্রন্থ ‘এ কান্না শরীরে ভাঙো’ ও লোকসাহিত্য প্রবন্ধ ‘কান্দানাগীত সংগ্রহ ও ইতিবৃত্ত’; দেবায়ন চৌধুরীর প্রবন্ধ ও স্মৃতিকথা ‘কুচবিহারের রাণী নিরুপমা দেবীর নির্বাচিত রচনা’, সম্বিৎ বসুর কাব্যগ্রন্থ ‘বিয়োগ শেখের স্কুল’; শাশ্বতী স্যানালের কাব্যগ্রন্থ ‘ব্রেইলে এ লেখা বিভ্রান্তিসমূহ’; সায়ম বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুরানপুরুষ’; সোহেল ইসলামের কাব্যগ্রন্থ আব্বাচরিত

উল্লেখ্য, ভারতের ২০১১ সালে থেকে সাহিত্য অ্যাকাডেমি বাংলা ও মারাঠি ভাষায় সৃষ্টিশীল সাহিত্যের জন্য ৩৫ অনূর্ধ্ব তরুণ সাহিত্যিকদের সাহিত্য অ্যাকাডেমি যুবা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার অর্থমূল্য নগদ ৫০,০০০ ভারতীয় টাকা এবং সঙ্গে প্রদত্ত হয় একটি তাম্রফলক।