মাধুকরীর প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

শিকার কাহিনি বা অরণ্যপ্রেমিক লেখক হিসেবে যিনি সবার কাজে পরিচিত, তিনি প্রখ্যাত কথাশিল্পী বুদ্ধদেব গুহ। গতকাল রোববার মধ্যরাত ১২টায় দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা সাহিত্যির একজন অন্যতম কিংবদন্তি সাহিত্যিক। কিশোরদের জনপ্রিয় লেখক হিসেবে তিনি ছিলেন সবার উর্ধ্বে। মাধুকরী বা ‘চাপরাশ মধ্যবিত্ত বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই লেখক মূলত বন, অরণ্য ও প্রকৃতিবিষয়ক লেখার জন্য পরিচিত। পেশাগত জীবনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও তাঁর ছোটগল্প ও উপন্যাসে পাঠক পান এক স্বপ্নালু বিমূর্ততা ও রোম্যান্টিক আবেদন৷ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। এরপর তিনি লিখতে থাকেন উপন্যাস। তাঁর লেখা ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’, ‘কোয়েলের কাছে’, ‘নগ্ন নির্জন’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘বাংরিপোসির দু’রাত্তির’, ‘বাজা তোরা’, ‘ঝাঁকিদর্শন’, ‘রাজা যায়’, ‘বাতিঘর’ মন ছুঁয়ে যায়।তাঁর সৃষ্ট চরিত্র ‘ঋজুদা’ প্রায় প্রত্যেকের প্রিয়।
তাঁর স্ত্রী ঋতু গুহ একজন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী।
করোনা বিধি মেনে শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২ টা– ২ টায় লেখকের বাস ভবনে (সানি টাওয়ার্স, ৪৩ আশুতোষ চৌধুরী এভিনিউ, বিড়লা মন্দিরের পাশে, বালিগঞ্জ পোস্ট অফিসের উল্টোদিকে) শায়িত থাকবেন। আনুমানিক দুপুর দুটোর পর অনন্তযাত্রা।