জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ-বার্ষিকীতে ‘অঞ্জলি লহ মোর’

আজ রাত সাড়ে আটটায় অনলাইনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বইবিষয়ক ম্যাগাজিন ‘বইচারিতা’ আয়োজন করেছে ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচনা, গান ও আবৃত্তি পরিবেশন করা হবে।
‘শিশু-কিশোরের নজরুল’ এই বিষয় কথা আলোচনা করবেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ, নজরুলসংগীতশিল্পী ও গবেষক কল্যাণী কাজী। গান পরিবেশন করবেন ক্যারিশমা রায় ক্ষমা ও আবৃত্তি করবেন কৃতি বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় করবেন কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। গ্রন্থনা ও পরিকল্পনা মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বইচারিতা, আমিই নজরুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং বইচারিতা ডটকমে।
বইচারিতার ‘অঞ্জলি লহ মোর’ অনুষ্ঠানটিতে সহযোগীতায় আছে ছায়ানট (কলকাতা), মুক্ত আসর ও আমিই নজরুল।