কথাসাহিত্যিক হাসান আজিজুল হক শয্যাশায়ী ও কবি হেলাল হাফিজ হাসপাতালে

বাংলা সাহিত্যের দুই খ্যাতিমান কথাসাহিত্যিক ও কবি অসুস্থ। রাজশাহীতে অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (৮২)। অন্য দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে তারুণ্যের ও প্রেমের কবি হেলাল হাফিজকে (৭২)।
গত সোমবার সন্ধ্যায় তাঁর ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান এক ফেসবুক স্ট্যাটাসে বাবার অসুস্থতার কথা জানান। তিনি লিখেছেন, ‘কোভিডের মরণকামড় এড়িয়ে অন্যান্য বার্ধক্যজনিত সমস্যা সামাল দেওয়া কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তা ভুক্তভোগীরা জানেন। আব্বা বয়সের ভারে শ্রবণশক্তি হারিয়েছেন অনেকটা, মনটা এলোমেলো হয়ে গিয়েছে একটু, আড়ালেও কি চলে যাচ্ছেন ধীরে ধীরে?’
বার্ধক্যজনিত সমস্যা, হার্টে সমস্যা ও ডায়াবেটিস থাকার কারণে তিনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। কাউকে চিনতে পারছেন না।
মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক নানা জটিলতার কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় কবি হেলাল হাফিজকে (৭২)। বুধবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বর্তমানে মোটামুটি স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন।তাঁর কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে।