‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ আয়োজন ‘বুকের ভেতর যুদ্ধকথা’-এর ১৮তম পর্ব আগামীকাল

‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ একটি ফেসবুকভিত্তিক গ্রুপ। যাঁর সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ। সদস্যরা পেজে ইতিহাসভিত্তিক বিভিন্ন তথ্য ও ছবি প্রদান করে থাকে। এই পেজের উদ্যোগে প্রতি সপ্তাহে মুক্তিযুদ্ধবিষয়ক ‘বুকের ভেতর যুদ্ধকথা’ শিরোনামে একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার রাত ৯টায় ১৮তম পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রকাশিত বিশ্বখ্যাত মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইক এর প্রচ্ছদের সেই বহুল প্রচারিত গেরিলাযোদ্ধা হেবজুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মোস্তফা হোসেইন।
অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র পেজের উদ্যোগক্তা ও ‘বুকের ভেতর যুদ্ধকথা’ অনুষ্ঠানের প্রযোজক গিরিধর দে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের একটি অন্যতম তথ্যসমৃদ্ধ জনপ্রিয় ইতিহাস চর্চার সংগ্রহশালা। যা দেশের ইতিহাস তুলে ধরতে চেষ্টা করা এবং তা সংরক্ষণ করা। মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান ‘বুকের ভেতর যুদ্ধকথা’ আমাদের তেমনই একটি প্রচেষ্টা। এর মাধ্যমে প্রতি পর্বে অন্তত একজন করে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাই এবং তাঁর মুখ থেকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনা। অনুষ্ঠান চলাকালীন দর্শকের মতামত প্রদান করা সুযোগ করে দেওয়া হয়। প্রতি সপ্তাহে রাত নয়টায় (বাংলাদেশ সময়) কমপক্ষে এক ঘণ্টা করে অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমরা চেষ্টা করছি, সপ্তাহে সাতদিনই অনুষ্ঠানটি করতে। আমরা ‘বুকের ভেতর যুদ্ধকথা’ অনুষ্ঠানটিকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন ফেসবুক facebook.com/groups/rarephotoarchive.bd, www.facebook.com/BDoldphotos, facebook.com/BukerVetorJuddhokotha facebook.com/GiridharDey1971 । এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে ‘Giridhar Dey’ চ্যানেল থেকেও প্রচারিত হবে।