বইচারিতার বইচক্রের আগামীকাল থাকছে ‘শহীদ শেখ কামাল, আলোমুখ এক প্রাণ’

আজ শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ও শহীদ শেখ কামালের জন্মদিন। তাঁর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হয়েছে ‘শহীদ শেখ কামাল, আলোমুখ এক প্রাণ’। এই বইটি নিয়ে আগামীকাল বিকেলে সাড়ে পাঁচটায় বইচারিতার বইচক্রের দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠিত হবে।
আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক, গবেষক জেবউননেছা, পিএইচডি।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বইচারিতা ডটকম, বইচারিতা ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ফেসবুক পেজ ও মুক্ত আসরের ইউটিউব চ্যানেলে।