৩৩ দিন করোনার সঙ্গে লড়াইয়ে জয় করে আবারও হাসপাতালে প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ

করোনা আক্রান্ত হয়ে ৩৩দিন পর সুস্থ হয়ে বাসায় ফিরেন প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ। কিছু দিন যেতে না যেতে আবার শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি।
গত রোববার ভারতের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যমে জানা যায়, শ্বাসকষ্ট ছাড়াও জনপ্রিয় বর্ষীয়ান সাহিত্যিকের মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছে চারজন চিকিৎসকের একটি দল। আরও একবার করা হয়েছে করোনা পরীক্ষাও। যদিও সেই টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত জানা যায়নি।
এই বছরের এপ্রিল মাসে তিনি করোনাই আক্রান্ত হয়েছিলেন। প্রথমে একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। শ্বাসকষ্ট শুরু হলে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৮৫ বছর বয়সী বর্ষীয়ান সাহিত্যিক। বলেছিলেন, ‘আমি এখনই ফুরিয়ে যাব না।’ হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শ্বাসকষ্ট ছাড়া বুদ্ধদেব গুহর মূত্রনালিতেও সংক্রমণ রয়েছে। তাঁর লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যায়ও ভুগছেন।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মূত্রনালির সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ছাড়া বুদ্ধদেবের দেহ অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।