করোনাকালে এই সপ্তাহে বিদেশে কোন ননফিকশন বইগুলো বেশি বিক্রয়

মানুষ গল্প-উপন্যাস ছাড়া নানাধরণের বই পড়ে। যে বইগুলো পড়ে প্রসন্নতা পায়। এমন বইগুলো বিক্রয়ও কম নয়। আমরা এই সপ্তাহে বিদেশে নন ফিকশন কোন বইগুলো পড়ছে তা জেনে নিই।
১.
আনটিল প্রুভেন সেফ: দ্য হিস্ট্রি এন্ড ফিউচার অফ কোয়ারান্টিন
লেখক: জিওফ মানাওঘ অ্যান্ড নিকোলা টোইলই
‘আনটিল প্রুভেন সেফ: দ্য হিস্ট্রি এন্ড ফিউচার অফ কোয়ারান্টিন’-এই বইটিতে আমাদের বার বার স্মরণ করে দিচ্ছে প্রসন্নতা,উৎফুল্লতা থেকে দূরে থাকতে, কারণ এটা ভাবা বোকামি হবে যে, এটা আমাদের শেষ মহামারী.. টোইলে অ্যান্ড মানাওঘ যা চিন্তা করেছে তা অন্যরা করেননি. তাদের অতৃপ্ত কৌতুহল নিজ থেকেই প্রকাশ পেয়েছে তাদের লেখায়।
–এলিসন আরিফ, দ্য সান ফ্রান্সিস্কো ক্রনিকল
২.
বেটার টু হ্যাভ গোন: লাভ , ডেথ , অ্যান্ড দি কোয়েস্ট ফর ইথপিয়া ইন অরোভাইল
লেখক : আকাশ কাপুর
” অসাধারণ চিন্তাকর্ষণ, মানুষের আকাঙ্খার বর্ণনা যা আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, জটিল গল্পটি আরও অনুধাবনময় হয়েছে চিঠি, ডায়েরি, সাক্ষাৎকারের সুষ্ঠ বিন্যাসের মাধ্যমে। মর্মভেদী প্রস্থানসহ কাপুরের গদ্য আকর্ষণীয় এবং পরিবর্তনশীল। কারণ তিনি বইয়ে দেখিয়েছেন চিন্তা-বাস্তববাদী থেকে আতঙ্ক নামক রাগ সৃষ্টি হয়। সেই রাগ থেকে কষ্ট। অবশেষে আশা। সব সত্ত্বেও আকাশ এবং অদম্য বিশ্বাসী সুন্দর পৃথিবী দেখার। লেখক তাঁর অস্পষ্ট আকাঙ্খা তাঁর শব্দে বুঝতে দেননি, পাঠকরা হয়ত বইটি পড়ে ভুলে যাবেন তার সন্দেহপ্রবণতা।
–ডান ক্রয়াইয়ার, দ্য বোষ্টম গ্লোব
৩.
দ্য কাল্ট অফ ঊই: ঊই ওয়ার্ক, আদম, নিউমানন অ্যান্ড অল দ্য গ্রেট স্টার্টআপ ডিলুশন
লেখক: ইলিয়ট ব্রাউন অ্যান্ড মৌরিন ফ্যারেল
গল্পটি রসালো অভিযানের উদ্দেশে, কোটি ডলারের প্যারাসুট কাহিনী, ঊইওয়ার্ক এবং এর কো ফাউন্ডার আদম নিউমানন। গল্পটিতে লেখকদ্বয় দেখিয়েছেন, খুব দ্রুত অকর্ম কোটিপতি থেকে সরে নিউমাননের জীবনকাল। তার কিবতিজুম এবং ইসরাইল মিলিটারি অভিযানের বর্ণনা রয়েছে এরসঙ্গে ঊই ওয়ার্ক এর উৎপত্তি এবং বেড়ে উঠার গল্প রয়েছে। বইয়ের চুম্বকঅংশ এবং দীর্ঘশাস ফেলার অংশ হলো নিউমাননের ভয়ানক গুণ। নিজের অর্থ সময় বাড়ানোর প্রবণতা। ব্রাউন এবং ফ্যারেল কৌশলের সঙ্গে ঊই ওয়ার্ক এর সফলতা এবং বিফলতার মূল কারণ তুলে ধরেছে। বইয়ে আছে সরকারি এবং বেসরকারি বিনিয়োগকারীদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। লেখকের বর্ণনা সর্বজনগৃহীত।
–ক্যাথেরিন রোসমান ,দ্য নিউইয়র্ক টাইমস , বুক রিভিউ
৪. দ্য হাউঈ ডিন্যাসটি: দ্য আনটোল্ড স্টোরি অফ এ মিলিটারি ফ্যামিলি অ্যান্ড দ্য ওমেন বিহাইন্ড ব্রিটেনস ওয়ারস ফর আমেরিকা
লেখক : জুলি ফ্ল্যাভেল
“প্রায় এক শতাব্দী চলছে জর্জিয়ান যুগ ” দ্য হাউঈ ডিন্যাসটি খুব সুক্ষ এবং প্রাণবন্ত ভাবে ফুটিয়ে তুলেছে সবচেয়ে নামী খানদানী ও প্রভাবশালী পরিবারের গল্প, সুক্ষ, পান্ডিত্বপূর্ণভাবে আল্টান্টিক এর দুইপাশের পটভূমি সম্পূর্ণ ভাবে তুলে ধরেছে। একসূত্রে জানা যায়, কারোলিন হাউঈ ৫০ বছরের বেশি সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় চলছে লেডি জর্জেয়ান স্পেন্সর , মাদার অফ ফ্যাশন , ডেভোনসির। দ্য হাউঈ ডিন্যাসটি বইটিতে কীভাবে একজন মহিলা তার ড্রয়িং রুম থেকে কখনো যুদ্ধ ময়দানে লড়ে চলে তার উত্তরাধিকারীর জন্য এবং ধনদৌলত ও কর্তৃত্ব বজায় রাখার জন্য।
–স্টিফেন ব্রুমওয়েল, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল