আজ থেকে শুরু ‘বইচারিতার বইচক্র’

বইচারিতা সৃজনশীল ও মননশীল চর্চার অন্যতম মাধ্যম। অনলাইনে বই আলোচনাসহ শিল্প-সাহিত্যের নানান খবরাখবর, লেখা, ফিচার প্রকাশ করেই চলছে। পাশাপাশি থাকছে নানা আয়োজন। আজ রাত ৯টায় বইচারিতা শুরু হতে যাচ্ছে অনলাইনে ‘বইচারিতার বইচক্র’।
আজকে বইচক্রের ‘এস. ওয়াজেদ আলীর লেখা ‘ভবিষ্যতের বাঙালি’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক, গবেষক জেবউননেছা, পিএইচডি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বইচারিতার সম্পাদক আবু সাঈদ।
আয়োজন সর্ম্পকে আবু সাঈদ বলেন, ‘আমরা চাই বই নিয়ে নানা উদ্যোগের মাধ্যমে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে।শহর থেকে গ্রামে। মননশীল ও সৃজনশীল চিন্তুার বিকাশ ঘটানো আমাদের অন্যতম লক্ষে। বইচারিতা এই লক্ষে কাজ করে যাচ্ছে।তারই উদ্যোগ হিসেবে আমরা আজ থেকে শুরু করছি নিয়মিত বইচারিতার বইচক্র অনুষ্ঠানের।’
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বইচারিতা ডটকম, বইচারিতা ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ফেসবুক পেজ ও মুক্ত আসরের ইউটিউব চ্যানেলে।