শব্দভূমির প্রকাশক সার্জিল খান আর নেই

‘শব্দভূমি’র প্রকাশক সার্জিল খান আর নেই (ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন কিডনি বিকলজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকাল ৯.১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি স্ত্রী শারমিন তানি নিশ্চিত করেন।
তিনি লেখালেখিতে যুক্ত ছিলেন। ‘পরপার’ তার লেখা সর্বশেষ বই। হার না মানা এই তরুণ নিজের শারিরীক অসুস্থতার কথা ভেবে লেখালেখি ছেড়ে প্রকাশনীতে আসেন ২০১৭ সালে। নিজের প্রচণ্ড অসুস্থতাকে পেছনে ফেলে শুরু করেন শব্দভূমির যাত্রা। শব্দভূমি থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বেশকিছু বই। এই বই বিক্রির টাকা থেকে চতো প্রতি মাসের ডায়ালাইসিসের ব্যয়ভার।
তাসজিল ও সিয়ানা নামে ৪ বছরের একজন পুত্র ও এক কন্যা রেখে গেছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ঢাকার জয়দেবপুরে।