আরব বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ এরজন্য বই জমাদান প্রক্রিয়া শুরু

২০২০ ও ২০২১ 'শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড' পুরস্কারপ্রাপ্তরা। ছবি : শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড ফেসবুক পেজ থেকে
আরব বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’। ১৬তম ‘শেখ জায়েদ অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য বই জমা নেওয়া শুরু হয়েছে। এই বছরের ১ অক্টোবর বই জমা দেওয়া শেষ সময়। পুরস্কার ২০২২ সালে ঘোষণা করা হবে। ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড ‘ বিজয়ীরা পাবেন রিয়াল ৭৫০,০০০ ( ২৪০,০০০ মার্কিন ডলার)। লেখক, প্রকাশক, অনুবাদক ও বিশ্ববিদ্যালয়গুলো অন্যান্য ভাষার সাহিত্য, অনুবাদ, আরব সংস্কৃতিসহ নয়টি বিভাগে মনোনীত হতে পারবে।
এ পর্যন্ত ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ পুরস্কার ১৫বার প্রদান করা হয়েছে। বিশ্বের বহু প্রচারিত দৈনিকগুলো এই পুরস্কার সর্ম্পকে বলেন নানা রকমের কথা। উল্লেখযোগ্য, ফরাসির জনপ্রিয় পত্রিকা ল্য মোঁদ মতে, ‘প্রিক্স গণকোর্ট নামে আরব বিশ্বের এই অ্যাওয়ার্ডটি উচ্চাকাঙ্খী কাজ হিসেবে খ্যাতি অর্জন করেছে’।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাহিত্য পত্রিকা লিটারারি হাব জানান, ‘আরব বিশ্বের সব থেকে উচ্চমূল্য এবং মূল্যবান সাহিত্য পুরস্কার এটি’।
আইরিশ টাইমস জানান, ‘আরব সাহিত্য ও সংস্কৃতির এই পুরস্কারটি বিশ্বের অন্যতম একটি পুরস্কার’।
২০২১ সালে বিজয়ীরা হলেন যুক্তরাজ্যের ডেম ম্যারিনা ওয়ার্নার, ফ্রান্স থেকে আমিন ম্যালাউফ, যুক্তরাজ্যের বানিপাল ম্যাগাজিন, যুক্তরাষ্ট্রের প্রফেসর ফিলিপ কেনেডি, মিশরের উপন্যাসিক ইমা মার্শমার্শাল, লেবাননের প্রকাশনা সংস্থা দার আল জাদীদ।
আগামী ১৬তম বছরে লেখক, অনুবাদক, গবেষক, প্রকাশকদের আরব সাহিত্যের কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি দেয়া হবে। পুরস্কারের ১৫তম বছরে ৫৭ দেশ থেকে ৫৮৪টি সাহিত্য বিভাগে ২৩৪৯টি আবেদন জমা পরে। যা ছিল অন্যান্য বছরের তুলনায় তিন গুণ বেশি। বর্তমানে নারী লেখক, তরুণ লেখক ও শিশুরা অধিক হারে তালিকাভুক্ত হচ্ছে।
প্রতিজন বিজয়ী তাদের সাহিত্য অবদানের জন্য এবং সংস্কৃতির এই ধারাকে অব্যাহত রাখার প্রয়াসে স্বীকৃতি হিসেবে পাবেন ৭৫০,০০০ দিরহাম (২০৪,০০০ মার্কিন ডলার) সম্মাননা। আবুধাবি আন্তর্জাতিক বইমেলাতে বিজয়ীরাও আমন্ত্রিত ছিলেন এবং বিজয়ীদের সঙ্গে তারা নানারকম সাংস্কৃতিক আলোচনায় অংশ নিয়েছিলেন।
‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড এর সাধারণ সম্পাদক এবং আবুধাবি আরবী ভাষা শিক্ষা কেন্দ্রের সভাপতি ড. আলী বিন তামিম ১৫ তম পুরস্কার বিজয়ীদের শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, পরবর্তী বিজয়ীদের অভিনন্দন এবং শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ডের এই চলমান প্রক্রিয়ায় সৃজনশীল সাহিত্য, সংস্কৃতির হাব হিসেবে বিশ্বের কাছে সমাদৃত এবং প্রশংসা অর্জন করেছে’।
পূর্ববর্তী কাজগুলো থেকে নয়টি কাজ জার্মান, ফ্রেন্স, ইংলিশ, ইটালিয়ান এবং ইউক্রানিয়ান এই পাঁচটি ভাষায় অনূদিত হওয়ায় অনুবাদের এত নতুন মাত্রা যোগ হয়েছে ।
২০২১ সালের পুরস্কার বিজয়ী তরুণ লেখক ড.আসমা মুকবিল আওয়াদ আলাহামদী বলেন, এই পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমাদের আশা-আকাঙ্ক্ষা, উন্নতি ও জ্ঞানার্জনের স্পৃহাকে বাড়িয়ে তোলে। এবং পরস্পরের কাজের স্বীকৃতির মধ্য দিয়ে মানবিকতার পুনর্জাগরণ ঘটে’।
আরব সংস্কৃতির বিস্তৃতি ও সম্পৃক্ততা বাড়াতে অংশগ্রহণ করার প্রক্রিয়া নিন্মে দেওয়া হলো:
১. সাহিত্য (কথাসাহিত্য এবং কবিতা উভয়)
২. তরুণ লেখক (৪০ বছরের কম বয়সী লেখকদের জন্য)
৩. শিশুসাহিত্য
৪. সাংস্কৃতিক ব্যক্তিত্ব
৫. প্রকাশনা এবং প্রযুক্তি
৬. অন্যান্য ভাষায় আরবি সংস্কৃতি
৭. অনুবাদ-আরবী অথবা অন্যান্য ভাষা থেকে
৮. সাহিত্য ও শিল্প সমালোচনা
৯. জাতির উন্নয়নে অবদান
প্রতিটি স্বতন্ত্র বিভাগের জন্য আরও তথ্য পেতে ভিজিট করুন শেখ জায়েদ বুক এওয়ার্ড ওয়েবসাইটে।register.zayed award.ae.