এনএলটিভি আয়োজন করেছে ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বই নিয়ে আলোচনা অনুষ্ঠান

মুক্তিযুদ্ধে রেডিও ভূমিকা ছিল অপরিসীম। দেশ–বিদেশের মুক্তিযুদ্ধের সময় রেডিও ভূমিকা নিয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ঢাকার প্রীতম প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধে রেডিও’। বইটি গবেষণা,সম্পাদনা ও গ্রন্থনা করেছেন আবু সাঈদ।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, লন্ডনের সময় দুপুর দেড়টায় লন্ডনভিত্তিক অনলাইন টেলিভিশন এনএলটিভি আয়োজন করে ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বই নিয়ে অনলাইনে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচনা করবেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক ড. এমরান জাহান, গবেষক ও লেখক প্রিয়জিৎ দেবসরকার ও বইটি সম্পাদক, গবেষক ও লেখক আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।
অনুষ্ঠানটি সরাসরি এনএলটিভি পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।