অভিনন্দন দি মারিয়া.. অভিনন্দন মেসি.. অভিনন্দন আর্জেন্টিনা..

ছবি: Copa América টুটার থেকে
শেষ পর্যন্ত জয় আর্জেন্টিনার। দি মারিয়া অসাধারণ গোল করে আর্জেন্টিনার দুঃখ ঘোচালেন। মেসি সহজ একটা সুযোগ পেলেও তা হাতছাড়া হয়। তবে দল তো জয়ী হয়েছে এতে দুঃখ নেই মেসির। প্রথমবারে মতো আন্তর্জাতিক ট্রফি জয় করলেন মেসি। অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে জয় পেল তারা। আর্জেন্টিনার এই জয় এলো ২৮ বছর পর।

ব্রাজিলের মাটিতে, ব্রাজিলের ফুটবলতীর্থ মারাকানায় নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
লিওনেল মেসির যত স্বীকৃতি ও প্রাপ্তি
- বিশ্বে সবচেয়ে বেশি ব্যালন ডি’ অর জয়ী ফুটবলার- ছয়বার
- স্প্যানিশ লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা- ৪৭৪টি
- এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা- ৬৪৩টি, বার্সেলোনার হয়ে
- বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা- ৩৫টি
- আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলদাতা- ৭৫টি