স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লন্ডনে বিশেষ আয়োজন ‘বীরত্বগাঁথা’ ৭১’

বাংলাদেশের গৌরবোজ্জল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন ‘বীরত্বগাঁথা ‘৭১’ । বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টয়েনবি হল, স্বাধীনতা ট্রাস্ট ও টাওয়ার হ্যামলেট আর্কাইভের যৌথ উদ্যোগে গত ৪ জুলাই এই আয়েোজন করা হয়। অনুষ্ঠানে গল্পে গল্পে ওঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সেই বীরত্ব গাঁথা। একাত্তরে বিশেষ করে বিলেতে বসে যারা মুক্তিযুদ্ধে মানসিক ও আর্থিক সহায়তা করেছিলেন তাঁরা এবং তাদের সেই সময়ের কর্ম তৎপরতার স্থানগুলো ওঠে এসেছে।

এই কর্মযজ্ঞের শৈল্পিক উপস্থাপনের জন্য কবি শামীম আজাদ তৈরি করেন পাঁচটি গল্প। অনুষ্ঠানের শুরুতে টয়েনবি হল থেকে পায়ে হেটে পূর্ব লন্ডনের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে উপস্থিত হয়ে তিনি গল্পগুলো উপস্থাপন করেন। একের পর এক তিনি এবং পুরো দল বাংলা টাউন, সাপ্তাহিক জনমত, নজরুল সেন্টার, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন হয়ে গল্প উপস্থাপন করেন, টয়েনবি হল, আলতাব আলী পার্ক, ফ্লাওয়ার এন্ড ডীন ওয়াক, সিকসেন্ড সেন্ট পার্ক এবং ক্রাইস্ট চার্চ পার্কে।

গল্পে ওঠে এসেছে বঙ্গবন্ধুসহ একাত্তরে বিলেত থেকে বিশেষ ভূমিকা রাখা সেই সব কৃতি পুরুষদের কথা, যাঁরা একাত্তরে প্রবাসে থেকেও মাতৃভূমির জন্য নিবেদন করেছিলেন নিজেকে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাও উঠে এসেছে। গল্পের ফাঁকে ফাঁকে উপস্থাপন করা হয় গান। এতে অংশগ্রহণ করেন পল বার্জেস ও অমিত দে। পরিবেশন করা হয় জর্জ হ্যারিসনের গানসহ রবীন্দ্র ও নজরুল সঙ্গীত এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। বিভিন্ন স্থানে অভিনব উপস্থাপনে উপস্থিত শ্রোতা-দর্শকগণ গান ও গল্পের মধ্য দিয়ে দেখেন কীভাবে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ।

এরপর টয়েনবি হলে আটজন গল্পকার উপস্থাপন করেন একাত্তরের কাহিনী নির্ভর নিজেদের রচিত গল্প। এতে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম সম্পর্কে স্মৃতি ও অভিজ্ঞতা এবং কবিতা উপস্থাপন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মাহমুদুর রহমান বেণু, ভ্যালেন্টাইন হার্ডিং ও মাইক রাগেট। সেই সঙ্গে টয়েনবি হলের একটি গ্যালারিতে ছিল একাত্তরের স্থিরচিত্র প্রদর্শনী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ এই আয়োজনের সমন্বয়ক ছিলেন টয়েনবি হলের কর্মকর্তা ফারহা বি এবং উপস্থপনায় ছিলেন স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জুলি বেগম।
মিলটন রহমান : কবি, সংগঠক ও সাংবাদিক