জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের করোনা পরীক্ষায় নেগেটিভ

‘ও গানওলা, আরেকটা গান গাও/আমার আর কোথাও যাবার নেই/কিচ্ছু করার নেই’ কবির সুমনের এই গান শুনে এমন কোনো বাঙালি নেই যে তাঁর হৃদয়ে ছোঁয়ে যায়নি। গতকাল অসুস্থতার খবর দুই বাংলায় ছড়িয়ে যায়। ভক্তরা চোখ–কান খোলা রেখেছে প্রিয় ‘গানওয়ালা’ এখন কেমন আছেন?
অবশেষে স্বস্তির খবর। ৭৮ বছর বয়সি জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আছে জ্বর ও শ্বাসকষ্ট।সঙ্গে গলা ব্যথা। রয়েছে শরীরে দুর্বলতাও।
গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। রোববার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ভরতি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে, শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল। রবিবার রাতেই কবীর সুমনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছিল। সূত্র: সংবাদ প্রতিদিন