পলাশী দিবস : ইতিহাসের আলোকে ফিরে দেখা

আগামীকাল ২৩ জুন, পলাশী দিবস। এই দিবস উপলক্ষ্যে অনলাইনে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি আয়োজন করেছে পলাশী দিবস : ইতিহাসের আলোকে ফিরে দেখা শিরোনামে শীর্ষ আলোচনার অনুষ্ঠান। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ফেসবুক ও ইউটিউবে রাত ৯টয় সরাসরি প্রচারিত হবে। আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অধ্যাপক ড. কাজী সুফিউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি সভাপতিমন্ডলীর সদস্য ড. এমরান জাহান।