আজ বিকেলে শুরু দু’দিনব্যাপী ‘আমিই নজরুল আন্তর্জাতিক নজরুল উৎসব’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২২-তম জন্মজয়ন্তীতে আজ থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী ‘আমিই নজরুল আন্তর্জাতিক নজরুল উৎসব’। সাম্যবাদে নজরুল এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এ আয়োজন করেছে মুক্তিযুদ্ধবিয়ষক সংগঠন ‘মুক্ত আসর’। উৎসবে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগাল থেকে ৩২-জন বিশিষ্ট নজরুল গবেষক, লেখক ও নজরুল শিল্পীরা অংশগ্রহণ করবে।
আজ ২৪ মে ২০২১, বিকেলে সাড়ে ৫টায় দুইদিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধন ঘোষণা করবেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট নজরুল গবেষক, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নজরুলের নাতনি, সংগীতশিল্পী খিলখিল কাজী, ভারতের গবেষক ও লেখক সুমিতা চক্রবর্তী, কথাসাহিত্যিক মোহিত কামাল, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবেদা সুলতানা, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ।
https://www.youtube.com/watch?v=4rUMOWLaws4
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে রাত ৯টায়।এই অধিবেশনে নজরুলের গান ও কবিতা পরিবেশন করা হবে। গান পরিবেশন শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল ও নজরুলসংগীতশিল্পী মিত্রা ঘোষ (ভারত)। নজরুলের কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ ও ড. পিনাকী চট্টোপাধ্যায় (ভারত)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগীতশিল্পী ও শিক্ষক শায়লা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম অধিবেশন। বিষয় শত বছরে বিদ্রোহী কবিতা। এই নিয়ে আলোচনা করবেন ভারতের বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক মীরাতুন নাহার, বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন মুক্ত আসরের মুক্তবন্ধু সাদিয়া রশ্নি সূচনা।
আমিই নজরুল আন্তর্জাতিক নজরুল উৎসবের সহযোগিতায় আছে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি, বইচারিতা, উদার আকাশ (ভারত), কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন (নর্থ আমেরিকা) ও ডায়ালগ ইন (ভারত)।
অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন মুক্ত আসর, আমিই নজরুল ফেসবুক ও ইউটিভব চ্যানেলে। এছাড়া নিয়মিত খরব, ভিডিও থাকবে বইচারিতা ডটকমে।