কবি জয় গোস্বামী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

‘পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা
পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।’
বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র কবি জয় গোস্বামী। গতকাল রোববার দুপুরে করোনাআক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, ‘তিনি আপাতত স্থিতিশীল অবস্থা।’
ভারতের গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন ।বাড়িতেই চিকিৎসা চলছিল ।অবস্থার অবনতি হতে শুরু হলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করেন। প্রথমে নন কোভিড ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। তারপরে কোভিড রিপোর্ট হাতে আসার পর রাতেই তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড জ্বরের সঙ্গে বেশ কয়েকবার বমিও করেছেন তিনি। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন কবি। জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ।
আজ কবির অবস্থার সামান্য অবনতি হওয়ায় সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসক সূত্রের খবর, সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন কবি জয় গোস্বামী। সামান্য আচ্ছন্ন ভাব আছে। তবে অক্সিজেন দিতে হচ্ছে কবিকে।