‘ট্র্যাজেডি কিং’য়ের প্রয়াণে শোকবার্তা

ভারতের বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। যিনি ‘ট্র্যাজেডি কিং’ খ্যাত। আজ বুধবার সকাল সাড়ে ৭টা মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডের শোকাহত পুরো বিনোদন দুনিয়া। টুইটে শোকপ্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লেখেন, ‘দিলীপ কুমারকে উপমহাদেশে সবাই তাঁকে ভালোবাসে। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল। দিলীপ কুমার সবার কাছে চিরকাল বেঁচে থাকবেন।’ তিনি পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, “অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন দিলীপ কুমারজি। তাঁর কাজ বহু প্রজন্মকে মোহিত করেছে। তাঁকে একজন সিনেম্যাটিক কিংবদন্তী হিসেবে মনে রাখবে দেশ। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। ওঁর পরিবার, পরিজন এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।”
মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “দিলীপ কুমারের অভিনয় ভবিষ্যৎ প্রজন্মের সিনেমাপ্রেমীদের মনে গেঁথে থাকবে।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
আরেক বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন বলেন,‘ট্র্যাজেডি কিং’য়ের মৃত্যুতে একটি যুগের অবসান হলো।