4 thoughts on “উদ্যানের বিরুদ্ধে উদ্যান

  1. ভেতরের কষ্ট জগদীশের মতোই। ভালো লাগল। ছবিগুলোর ঠিকঠাক সংযুক্তি পাঠকে আরও দৃশ্যমান করেছে। অভিনন্দন, লেখক।

    1. ধন্যবাদ পাঠক, আমার মনোঃকষ্ট বুঝেছেন। এই কষ্টটা এই গাছ কাটা এই অপরিমেয় ক্ষতি তো আমাদের সবার। তাই চেষ্টা করেছি যদি বৃক্ষ কর্তন বন্ধও না করা যায়, আমরা যেনো অন্তত গাছ লাগানো বাড়াই।

  2. গাছ কাটা বন্ধ করুন, আসুন আরো গাছ লাগাই।

    1. ব্যক্তি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে বেশি বেশি।

মতামত

%d bloggers like this: