খ্যাতিমানরা কী বই পড়তে ভালোবাসেন…

“আমাদের আত্মার মাঝে যে জমাট বাঁধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙ্গার কুঠার হলো বই”-ফ্রানৎস কাফকা আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে, বই তেমনি মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। একমাত্র বই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে।
আত্মশিখন হলো শ্রেষ্ঠ শিক্ষা। আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । তাইতো ওমর খৈয়াম বলেছেন–”রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে বই, সেতো অনন্ত যৌবনা”। বই, বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর করতে শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে।
জগৎ জুড়ে খ্যাতিমান ব্যক্তিরা বই পড়তে, বই উপহার দিতে ও উপহার পেতে খুবই ভালোবাসেন। তাঁরা কি বই পড়তে ভালোবাসেন এবং তাঁদের প্রিয় বইগুলো কি? কোন লেখকের বই পড়তে ভালোবাসেন, আজ জেনে নেই সেই সম্পর্কে–

বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর বইয়ের তালিকা এমন কোনো বই নেই যে তিনি পড়েন না। আমেরিকা সাহিত্য, ইতিহাস,দর্শন থেকে শুরু করে রম্য রচনা পর্যন্ত। প্রেসিডেন্ট থাকাকালীন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এক ঘণ্টা বই পড়তেন।বলা হয় লিংকনের পরে এখন পর্যন্ত বারাক ওবামা সবচেয়ে পড়ুয়া প্রেসিডেন্ট। তাঁর চিন্তা চেতনাগুলোর বড় অংশই ছিল বই থেকে।

মেরিলিন মনরো
মনরো মানেই ম্যাজিক। মেরিলিন মনরো; হলিউড অভিনেত্রী। তিনি একজন পাঠক। তাঁর ছিলো ব্যক্তিগত লাইব্রেরি। পড়তেও ভালোবাসতেন। তাঁর ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল চার শতাধিক বই। তাঁর প্রিয় বইগেুলো মধ্যে ছিল :
১,আ ম্যান অ্যাগেইনস্ট হিমসেলফ লেখক: কার্ল এ ম্যানিঙ্গার
২,ম্যানস সুপ্রিম ইনহেরিট্যান্স লেখক: এফ ম্যাথিয়াস আলেকজান্ডার
৩,দ্য মিরাকলস অব ইওর মাইন্ড লেখক: জোসেফ মরফি
৪,ও কেয়ারলেস লাভলেখক: মরিচ জোলোটো
এ ছাড়া আরও নানা বিষয়ে বিভিন্ন বই ছিল মনরোর ব্যক্তিগত সংগ্রহে। তাঁর বইয়ের তাক শিল্প, সাহিত্য, নাটক, জীবনী, কবিতা, রাজনীতি, ইতিহাস, ধর্ম, দর্শন ও মনোবিজ্ঞানের বই দিয়ে ঠাঁসা। ‘অন দ্য রোড’, ‘দ্য ইনভিজিবল ম্যান’ ও ‘দিস হাউস অন ফায়ার’ বইয়ের প্রথম সংস্করণ ছিল তাঁর সংগ্রহে। তলস্তয় থেকে শুরু করে মার্ক টোয়েন, ধ্রুপদী বইয়েরও সংগ্রহ ছিল মনরোর লাইব্রেরিতে। সংগ্রহে ছিল ‘দ্য গ্রেট গ্যাটসবি’, ‘অ্যালিসেস অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘দ্য সান অলসো রাইজেস’ এবং আলব্যের কামুর ‘দ্য ফল’।

বিল গেটস
বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বলে সবাই তাঁকে চিনেন। কিন্তু তিনি শুধু ধনী কিংবা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নয়। তিনি একজন বড় বই পাঠক। তিনিবলেন, “খুব কম বয়সেই পড়ার প্রতি আমার ঝোক তৈরি হয়। শিশু হিসেবে আমার বাবা মা ও আমাকে ইচ্ছে মত টাকা দিতে। তাই আমি প্রচুর বই পড়তাম “। বিল গেটস বছরে গড়ে ৫০ টি বই পড়েন। তিনি ঘন্টায় ১৫০টি পাতা পড়তে পারেন।তিনি কাগজের বই পড়তে বেশি পছন্দ করেন। বিল গেটসের প্রিয় ৭টি বই হলো–
১. দ্য রোড টু ক্যারেক্টার—ডেভিড ব্রুকস
২. থিং এক্সপ্লেইনার : কমপ্লিকেটেড স্টাফ ইন সিম্পল ওয়ার্ড—র্যানডল মুনরো
৩. বিইং নিক্সন : আ ম্যান ডিভাইডেড—ইভান থমাস
৪. ইরাডিকেশন : রিডিং দ্য ওয়ার্ল্ড অব ডিজিজ ফরএভার?—ন্যান্সি লেইস স্টিফান
৫. সাসটেইনেবল ম্যাটেরিয়ালস উইথ বোথ আইস ওপেন—জুলিয়ান এম অলউড, জোনাথন এম কুলেন
৬. মাইন্ডসেট : দ্য নিউ সাইকোলজি অব সাকসেস—ক্যারল এস ডয়েক
৭. অনারেবল মেনশন : দ্য ভাইটাল কোয়েশ্চেন—নিক লেন।

স্টিভ জবস
দুনিয়াকে বদলে দেওয়ার অন্যতম হলেন স্টিভ জবস। তিনিও প্রচুর বই পড়তে ভালোবাসেন। শিল্প,সাহিত্য থেকে শুরু করে প্রাচ্যর সভ্যতা, বৌদ্ধ, দর্শন ডিজাইন বা টাইপোগ্রাফি সবই ছিল তাঁর বইপড়ার তালিকায়। তাঁর বিস্তর পড়াশোনার প্রভাব পড়েছিল অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট কল্পনা আর ডিজাইনে।তিনি Andrew Grove,Chogyam Trungpa, Geoffrey Moore,Frances Moore Lappe,Paramahansa Yogananda,Shunryu Suzuki,Ram Dass লেখকের বই পড়তে বেশি পছন্দ করতেন।
“বই হল মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবিকাঠি” -ফেরদৌসি মঞ্জিরা। আর তাই তো বই পড়া ছাড়া কল্পনার গভীরতা ও ব্যাপ্তি বাড়ে না। তাই বেশি বেশি বই পড়ার অভ্যাস করা উচিত।
নুসরাত মিশু : কবি ও লেখক