‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের পিছনের গল্প

কাজী নজরুল ইসলাম রচিত ‘ও মন রমজানের ঐ রোজা শেষে এলো খুশির ঈদ এই গানটি আজ বাঙালির ঈদ উৎসবের সাথে মায়ার বাঁধনে জড়িয়ে গেছে। এই গানটির সাথে এক নাড়িপোতা সম্পর্ক গড়ে উঠেছে।
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটির প্রাসঙ্গিক তথ্য তুলে ধরার চেষ্টা করা হলো : আব্বাসউদ্দীন আহমদ নজরুলের অনুরোধে তাঁকে কাজীদা বলে ডাকতেন। একদিন আব্বাসউদ্দীন আহমদ গ্রামোফোন কোম্পানিতে গিয়ে দেখেন নজরুল একটি ঘরে বসে আছেন। সে সময় আব্বাসউদ্দীন আহমদ দেখতে পান নজরুলকে ঘিরে অনেকে রয়েছেন। তিনি সঙ্কোচে নজরুলকে কিছু বলতে পারছিলেন না। তখন পাশের ঘরে পিয়ারু কাওয়াল রিহার্সেল দিচ্ছিলেন উর্দু কাওয়ালী গানের।
আব্বাসউদ্দীন আহমদ বাংলা কাওয়ালী গান গাওয়ার জন্যে গ্রামোফোন কোম্পানির বাঙালি সাহেবের কাছে অভিমত প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি রাজী না হয়ে বলেছিলেন এ ধরনের বাংলা গান বিক্রি হবে না। অবশেষে প্রায় এক বছর পরে সাহেব রাজী হলেন। আব্বাসউদ্দীন আহমদ কাজীদাকে বললেন ‘সাহেব রাজী হয়ে হয়েছেন।’
কাজীদা তখুনি আমাকে (আব্বাসউদ্দীনকে) নিয়ে একটি কামরায় ঢুকে বললেন ‘দরজা বন্ধ করে বসে থাক।’ ঠিক ১৫-২০ মিনিটের মধ্যে এই গানটি লিখে ফেললেন। নজরুল আমাকে (আব্বাসউদ্দীনকে) তখনই সুর সংযোগ করে এই গানটি শিখিয়ে দিলেন। তিনি আব্বাসউদ্দীনকে বললেন ‘কাল এসো, রেকর্ডের অপর পৃষ্ঠার জন্য আরও একটি গান লিখে দেবো’। পরদিন লিখলেন, ‘ইসলামের ঐ সওদা নিয়ে এলো নবীন সওদাগর’। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটির তাল-কাহারবা। শিল্পী আব্বাসউদ্দিনের কণ্ঠে এইচ.এম.ভি কোম্পানি থেকে ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসে এই গানটি রেকর্ড হয়। নং-এন ৪১১১। গানটি ‘জুলফিকার’ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এই গানটি ‘নজরুল সুরলিপি’ ৪র্থ খণ্ড স্বরলিপি গ্রন্থে, ঢাকা থেকে প্রকাশিত হয়।
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’
কাজী নজরুল ইসলাম
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানি তাগিদ।।
তোর সোনা–দানা বালাখানা সব রাহেলিল্লাহ্।
দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
ঢাল হৃদয়ের তোর তশ্তরিতে শির্নি তৌহিদের।
তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
রাগ: পিলু
তাল: কাহার্বা
পীযূষ কুমার ভট্টাচার্য্য : লেখক ও নজরুল গবেষক, বাংলাদেশ।
আপনার তথ্যবহুল লেখা সমৃদ্ধ করল দাদা।