মাছ বাজারের ছড়া

ভেবেছিলাম বাজার থেকে আনবো কিনে কৈ
মাছের ভারে বাজার কাঁপে হৈ হৈ রৈ রৈ,
মস্ত বড় বোয়াল মাছের সুক্ষ কাঁটার দাঁত
দাম নিয়ে তার চলছে লড়াই মুখের সাথে হাত!
কেনরে ভাই মাছের তুমি চাইছো এতো দাম
মাছওয়ালার কথায় চটে বন্ধু এহতেশাম,
মাছবাজারের ভীড় তো জানেন কেমন বেসামাল
ডাইনে বাঁয়ে শিং মাগুরে দিচ্ছিলো ভাই ফাল!
একটি শোলের দাবড়ানিতে লাগলো এমন ভয়
মাছ কিনতে এসেই না ভাই জীবন সাঙ্গ হয়!
সামনে পিছে মাছখেকোদের চাপেই দিশাহারা
উটকো বিপদ জুটলো দেখি পাশেই তিনি খাড়া,
বলেন হেসে একটু কেশে সাইড দিনতো ভাই
নিজের ঘরে আপনার কি মাবোন কেউ নাই ?
আমি বলি দেখুন আপা করবো আমি কী
আমি কি আর পথের বাঁধা দেখুন আমার শ্রী!
পাঁচফুট আর দশ ইঞ্চির শরীর খানিই আছে
ওজন কিন্তু কাল মেপেছি শ পাউন্ডই আছে!
মাছের ভয়ে জান কাঁপে আর পা কাঁপে ঠকঠক
শুনেই তিনি বলেন বন্ধ করেন তো বকবক!
যাচ্ছি জিমে করছি ব্যায়াম ওজন একশ কেজি
কী ভেবেছেন? ডাকবো তাকে? আমার তিনি তেজী!
রইলো পড়ে মাছের বাজার মাছের পুড়ি খ্যাতা
কোথায় গেলো বন্ধু আমার খুঁজি হোথা হেথা,
পথ ছাড়তে যাবো কোথা চড়বো যে কার ঘাড়ে
শেষে না হায় জীবনটা যায় মাছ বাজারের ধারে!
শিং মাগুড় আর কৈ মাছেরা ভালো থাকিস ভাই
আর যাবোনা কিনতে তোদের শপথ নিলাম তাই।
মাছের পেটি কাঁটার উপর বসেই পড়ি পাশে
হেলেদুলে আপা গেলেন মাছবেপারি হাসে!!
হাসান রেজা সায়ীদ : কবি