একগুচ্ছ হাইকু

হাসনাহেনা
বুক ভারি উতলা
মন উদলা
পুড়ছি গরমে
অসৎ নীতি চরমে
মরছি মরমে
রসভরা আঁটি
দেশ পাকা টসটসে আম
খাই চাটি চাটি
ঝরছে পাতা
মিছে এই জীবন
ও ভুলো মন
খেলাম বুনো ওল
জীবনের গলায় কুটকুট
ভুল ভুল সবই ভুল
অপরাজিতা
তুমি সংগ্রামী নারী
তুমি পুষ্পিতা
কাঁঠালিচাঁপা
নিক্তিতে দেখি তোমায়
আবেগ খুব মাপা
চপল হরিণী
ছুটে বাউরি প্রান্তরে
পাই না নাগাল ওর
পল্লীপ্রকৃতি
স্মৃতিরা উঠে জেগে
মন উদাসী
অরণ্য গভীর
মুখে এঁটেছি কুলুপ
মনে জ্বলে ধূপ