পথ

পথ বেঁকে যায় পথের বাঁকে, পথ খুঁজে পায় নতুন পথ
পথ কখনো হঠাৎ ঝড়ে, স্তব্ধ করে জীবন রথ,
পথ এঁকে দেয় নতুন দিশা, পথ মুছে দেয় স্মৃতি
পথ রাখেনা পথিক ধরে, এটাই পথের রীতি।
পথ কখনো উঁচু-নিচু, দিগভ্রান্ত করে মন
পথের কাছেই গোপনতা, পথেই সর্মপণ,
পথ কখনো হঠাৎ হারায় অবিশ্বাসের ভীড়ে
পথ ধরেই যাযাবর মন ফিরে আসে নীড়ে।
পথ কখনো জয়ের ধারায় সম্ভাবনায় ভাসে
পথের ‘পরেই আছড়ে পড়ি পরাজয়ের ত্রাসে,
পথ কখনো রুদ্ধলীলায় থামায় চলার গতি
পথেই আবার না চাইতেই পাইযে প্রতিশ্রুতি।
পথ দিয়েই হেঁটে গেছি ‘তার’ হাত ধরে
পথেই দেখি কবে যেন গল্প গেছে ঝরে,
পথে হঠাৎ মনে পরে হারানো সেই সুর
পথের ধারে রেখে তারে চলে যাই বহুদূর।
১ সেপ্টেম্বর ২০২১